16 January, 2015

আপন কথা



দিনের বেলা অফিস করি
ক্ষুধার অন্ন যোগাড় করি,
সূর্য যখন নামল পাটে
নাটক করি পথে – ঘাটে।

নাটক মাঝে তোমার ব্যথা
যায় হয়ে যায় সবার কথা,
তোমার প্রাণের একটু খুশি
সবার মুখে ফোটায় হাসি।

আকাশ ছোঁয়া সবুজ মাঠে
তারার আলোয় রাত যে কাটে,
প্রভাত হলেই নোঙর তুলি
একতারাটি বাজিয়ে চলি।

জীবন নদীর নৌকা বেয়ে
প্রাণের সুরে যাইরে বেয়ে,
দিলাম খুলে জীবন খানা
জানুক সবাই – হোক অচেনা।

No comments:

Post a Comment