05 October, 2023

রোদ্দুর

 

আমরা অনেকেই ডাক্তার কিংবা মাস্টার হতে চেয়েছিলাম
অথবা হতে চেয়েছিলাম সরকারী চাকুরে -
আমাদের মধ্যে অনেকেই হতে চেয়েছিল বিজ্ঞানী।
 
আমাদের মধ্যে ব্যতিক্রমী প্রতিবাদী কেউ কেউ নাট্য কর্মী হতে চেয়েছিল
আরও ব্যতিক্রমী কিছু মানুষ দাঁড়াতে চেয়েছিল
সমাজের মার খাওয়া মানুষের পাশে।
 
আমরা সকলেই কিংবা অনেকেই ডাক্তার অথবা মাস্টার হতে পারি নি
হতে পারি নি বিজ্ঞানী কিংবা সরকারী চাকুরে,
যারা নাট্য কর্মী হতে চেয়েছিল তারাও কি সকলেই তাই হতে পেরেছে?
তবুও ডাক্তার – মাস্টার – বিজ্ঞানী – সরকারী চাকুরে হয়েছে কিছু
কিছু মানুষ হয়েছে নাট্য কর্মী
নাটক তাঁদের জীবন নাটকেই মরণ
শুকনো রুটি আর আলুর দম খেয়ে
(নাটকের শেষে আলুর দম থেকে অনেক সময় গন্ধ বার হয়)
আরও কিছু মানুষ হয়েছে নাট্য কর্মী
(অবশ্যই সময়ের সাথে দরাদরি করে)
এঁদের অভিজ্ঞতাও আলাদা কিছু নয়।
তবুও ওরা -----
 
অনেকেই ভাবে আমরা কিছুই হতে পারি নি
কেউ অটো চালায় – কেউ বা কর্পোরেশনের ময়লার গাড়ি ঠেলে বেড়ায়
কেউ বা প্রাইভেট বাসের ড্রাইভার / খালাসি কিংবা কন্ডাক্টর
কেউ বা দিনের পর দিন বসে আছে রাস্তায়
একটা চাকরির আশায়।
 
আসলে ওরা রোদ্দুর হতে চেয়েছিল
যারা জানে এবং বোঝে তারা মানে
ওরা একটু হলেও রোদ্দুর হতে পেরেছে।
 
আরও ব্যতিক্রমী মানুষ গুলো
ওরা মানুষের পাশে দাঁড়িয়ে
মানুষের অভাব অভিযোগ মেটাতে চেয়েছিল।
কিন্তু ওরা দেখছে কি?
মানুষের পাশে দাঁড়ানো তথাকথিত কিছু দো পেয়ে
যাদের রাজনৈতিক নেতা বলা হয়
সংবাদ মাধ্যমে যাদের ছবি হয় ছাপা
লেখা হয় বক্তব্য
যারা সাধারণ মানুষের চাহিদার জন্য ধর্না দেয়
এখানে ওখানে সেখানে অন্যখানে
যেখান থেকে তাদের জুতো এবং লাখ টাকার মোবাইল যায় চুরি
(তাদেরই কেউ কেউ আদালত থেকে
আদেশ আনতে কত টাকা খরচা করে
তার হিসাব জানে না কেউ।
কোন কারণে ?)
 
আসলে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক নেতা
আদালত এর প্রশ্নের মুখোমুখি হতে বড় ভয় পায়।
ওরা দেখছে এদের
তবুও ওরা আছে
কারণ সময়ের খাতার প্রতিটি পাতায় হিসাব লেখা হচ্ছে।
 
এখন ওরা দেখছে – দেখছে সাধারণ মানুষ
কারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে,
আর কারা ভিক্ষা দিয়ে ভোট কিনে চলেছে।
উত্তর একদিন তো দেবেই সময়।
সময় চলেছে বয়ে সময়ের অপেক্ষায়। 
 
ওরা যারা দেখছে এদের, তারা
এতখানি অন্ধকারে অন্ধকারায় বন্দী থেকে ও
রোদ্দুরের একটু খানি আলো ছড়িয়ে দিতে পেরেছে
মাটির প্রদীপের মত। 
 
আসলে আদালতে নিজের অপরাধ লুকাতে ছুটোছুটি করে না যারা
তারা সকলেই কিন্তু
অমল কান্তির মত রোদ্দুর হতে চেয়েছে
ক্লান্ত বিকেলের রোদ্দুর নয়
শরতের ভোরের শিউলি ফোটা রোদ্দুর।
ওরা রোদ্দুর হয়ে উঠছে
বসন্তের বনফুলের মত বিকশিত রোদ্দুর
বর্ষার জলধারায় দেখতে পাওয়া রুপালি রোদ্দুর।
 
তাই তো সেই রোদ্দুর কে ঢেকে দিতে চাইছে
কালো মেঘ
মেঘ সময়ে সময়ে পৃথিবী কে ঢেকে দিতে পারে
রোদ্দুর ছাড়া কি পৃথিবী বাঁচে?
কালো মেঘের অন্ধকার পার হয়ে
আসবেই মানুষের রোদ্দুর,
শরতের ভোরের শিউলি ফোটা রোদ্দুর।
শ্রীতোষ ০৫/০৯/২০২৩
স্মরণে এবং মননে

04 October, 2023

আমি উন্নয়ন ছাত্র শ্রীতোষ ০৪/১০/২০২৩

 অনুপ্রেরণা পাঠশালা মোর
তারই আমি ছাত্র
প্রতি দিনই নতুন জিনিস
শিখছি দিবা রাত্র।

চেঁচিয়ে আমার বলে নেতা
কোথায় গেল আমার জুতা
এক লাখি যে মোবাইল মোর
চুরি করে নিল কোন চোর
ধর্নায় গিয়ে পেলাম আমি
এই টুকুনি মাত্র।

অনুপ্রেরণায় চলছি মোরা
এটাই মোদের প্রাপ্য।
অনুপ্রেরণা পাঠশালা মোর
আমি যে তারই ছাত্র।

অনুপ্রেরণা চেঁচিয়ে কয়
ডহর বাবুকে ডাকতে
অ্যাকাডেমি তাই দিল পুরস্কার
ধরণী মন্ত্র মানতে।

মায়ের কাছে সর্ষে বীজ
(ছড়ানোর) পেলাম আমি শিক্ষা
চোখে তো দেখছি সর্ষে
করছে কি ওরা ভিক্ষা


বিশ্ব বঙ্গের পাতায় পাতায়
লিখছে সময় খাতায় খাতায়
একদিন তার হিসাব হবে
সন্দেহ নাই মাত্র।

বিশ্ব বঙ্গ পাঠশালা মোর
আমি উন্নয়ন ছাত্র
শ্রীতোষ ০৪/১০/২০২৩
কবি সুনির্মল বসু র কবিতার অক্ষম অনু করণ (জানি না হয়তো তিনি বেঁচে থাকলে এভাবেই লিখতেন)
চেয়ার মুছতেন এটা ভাবতে পারি না।

05 September, 2023

শিক্ষক দিবস

 দিনের শেষে -

জানুয়ারী আর জুলাইয়ের দুটো দিন

যেহেতু "শহীদ দিবস"

তাই আজ

"শিক্ষক দিবস"

01 September, 2023

পুলিশ মন্ত্রীর উরুত্তর

 

পুলিশ মন্ত্রীর উরুত্তর   জানে বিশ্ব বঙ্গ বাঁশি

বিশ্বনাথন আনন্দের নাম তো আমিই দিয়েছিলাম
তাই
পশ্চিমবঙ্গের নাম বিশ্ব বঙ্গ দিলাম
রাজনীতির দাবা খেলা আমার চেয়ে বেশী কে জানে?

আমি রাজনীতির প্রয়োজনে

যে কোন কারো হাতে যে কোন কাউকে জল খাওয়াই

ইচ্ছা মত কাউকে খুঁজে বেড়াই

কিংবা কাউকে চাঁদে পাঠাই

বিধানসভা ভাঙচুর কে ভুলিয়ে দিতে

বিধান সভায় কোন এক বিল পাস হওয়ার গল্প বানাই।

আমার সেই বাজে বকা নিয়ে ওরা আসল ইস্যু ভুলে গিয়ে নাচে

আসলে আমি বিরোধীদের নাচাই

সুরবোত দাদা

(যাকে আমি কংরেস বিধায়ক আর তৃণ মেয়র বানিয়েছিলাম

রাজনীতির নীতি মেনে)

সে আমাকে একটা নাম দিয়েছিল

আসলে আমি তাই।

সাসপেন্ড করে দেব কয়েকটা পুলিশ কে

আমি নিজেই বলেছি

“আমি গুন্ডা কন্ট্রোল করি”

সবাই কি ভুলে গেছে –

বিশ্ব বঙ্গে উন্নয়নের শাসন চলছে

চালাচ্ছি আমি দিদি ভাই

বাজার আমাকে নাম দিয়েছিল

অগ্নি কন্যা

অগ্নি কন্যা আমি

 আগামী সময়ের জন্য

রেখে যাব পোড়া ছাই।

24 August, 2023

দু কান কাটা

 

আমি দু কান কাটা
রাস্তার মাঝ দিয়ে চলি
কারণ আমি সেই দেশের মানুষ
যে দেশের মিডিয়া গর্ব করে বলে
একটা সিনেমা বানাতে যে খরচা হয়
আমাদের দেশের বৈজ্ঞানিক রা তার চেয়ে কম খরচে
চাঁদে চন্দ্রযান বা মঙ্গলে মঙ্গল যান পাঠায়।
মাননীয় মিডিয়া পুরুষ / নারী রা একটু খবর নিয়ে দেখবেন অন্য কোন দেশের মিডিয়া সেই দেশের বৈজ্ঞানিকদের এই রকম ভাবেই সম্মানিত করে কিনা ?





বিষবৃক্ষ

 MISSION SOUTH POLE - CHANDRAYAN
JUST LIKE MISSION MANGAL
অথবা PARAMANU
প্রথম পরমাণু বোমা ফাটানো নিয়ে সিনেমা হয় নি
হয় নি প্রথম স্পেস সাটল পাঠানো নিয়েও
 কারণ
ওটা স্বাভাবিক কাজ ছিল
সরকারের যা করার কথা সেই কাজ |

তখন সরকারে যে রাজনৈতিক দল থাকত তারা বলত না
সরকারের বিরোধিতা মানে
টুকরে টুকরে গ্যাং
অথবা
URBAN NAXAL.
যদিও INDIA IS INDIRA
এই তিনটে শব্দের মধ্যে দিয়ে
ব্যক্তি = সরকার = দেশ
এটা প্রমাণ করার অপচেষ্টা শুরু হয়েছিল ৷


সেই বিষবৃক্ষে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফল ধরেছে ৷
যাই হোক
একটা ভাবী সিনেমার নাম দিয়ে দিলাম ৷

পরিণতি

 

কেউ বিরোধীদের "টুকরে টুকরে গ্যাং" বলে
কেউ বলে "আরশোলা"
একসময় তারাই বলত "কামাওবাদী"
একটি বিশেষ সময় থেকে বিশ্ব পশ্চিমবঙ্গে 
একটি বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা মানে হল
উন্নয়ন বিরোধিতা।
 
দুর্গা মা র পথে হেঁটে
আজ ভারতে
একটি বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা মানে হল
দেশদ্রোহিতা।
 
ইতিহাস ভুলে যেতে দেয় না সময়ের পরম্পরা কে
যারা সাধারণ মানুষকে দেশদ্রোহী আর উন্নয়ন বিরোধী বলছে
দয়া করে মনে রাখুক
অশ্বত্থামা আর কৃপাচার্যের পরিণতির কথা।
 
হিটলার আর মুসোলিনির কথা মনে রাখতে হবে না
কারণ ওরা বিদেশী।
শ্রীতোষ ২৪/০৮/২০২৩