05 October, 2023
রোদ্দুর
04 October, 2023
আমি উন্নয়ন ছাত্র শ্রীতোষ ০৪/১০/২০২৩
অনুপ্রেরণা পাঠশালা মোর
তারই আমি ছাত্র
প্রতি দিনই নতুন জিনিস
শিখছি দিবা রাত্র।
চেঁচিয়ে আমার বলে নেতা
কোথায় গেল আমার জুতা
এক লাখি যে মোবাইল মোর
চুরি করে নিল কোন চোর
ধর্নায় গিয়ে পেলাম আমি
এই টুকুনি মাত্র।
অনুপ্রেরণায় চলছি মোরা
এটাই মোদের প্রাপ্য।
অনুপ্রেরণা পাঠশালা মোর
আমি যে তারই ছাত্র।
অনুপ্রেরণা চেঁচিয়ে কয়
ডহর বাবুকে ডাকতে
অ্যাকাডেমি তাই দিল পুরস্কার
ধরণী মন্ত্র মানতে।
মায়ের কাছে সর্ষে বীজ
(ছড়ানোর) পেলাম আমি শিক্ষা
চোখে তো দেখছি সর্ষে
করছে কি ওরা ভিক্ষা
বিশ্ব বঙ্গের পাতায় পাতায়
লিখছে সময় খাতায় খাতায়
একদিন তার হিসাব হবে
সন্দেহ নাই মাত্র।
বিশ্ব বঙ্গ পাঠশালা মোর
আমি উন্নয়ন ছাত্র
শ্রীতোষ ০৪/১০/২০২৩
কবি সুনির্মল বসু র কবিতার অক্ষম অনু করণ (জানি না হয়তো তিনি বেঁচে থাকলে এভাবেই লিখতেন)
চেয়ার মুছতেন এটা ভাবতে পারি না।
05 September, 2023
01 September, 2023
পুলিশ মন্ত্রীর উরুত্তর
পুলিশ
মন্ত্রীর উরুত্তর ও জানে বিশ্ব বঙ্গ
বাঁশি
বিশ্বনাথন আনন্দের নাম তো আমিই দিয়েছিলাম
তাই
পশ্চিমবঙ্গের নাম বিশ্ব বঙ্গ দিলাম
রাজনীতির দাবা খেলা আমার চেয়ে বেশী কে জানে?
আমি রাজনীতির প্রয়োজনে
যে কোন কারো হাতে যে কোন কাউকে জল খাওয়াই
ইচ্ছা মত কাউকে খুঁজে বেড়াই
কিংবা কাউকে চাঁদে পাঠাই
বিধানসভা ভাঙচুর কে ভুলিয়ে দিতে
বিধান সভায় কোন এক বিল পাস হওয়ার গল্প বানাই।
আমার সেই বাজে বকা নিয়ে ওরা আসল ইস্যু ভুলে গিয়ে নাচে
আসলে আমি বিরোধীদের নাচাই
সুরবোত দাদা
(যাকে আমি কংরেস বিধায়ক আর তৃণ মেয়র বানিয়েছিলাম
রাজনীতির নীতি মেনে)
সে আমাকে একটা নাম দিয়েছিল
আসলে আমি তাই।
সাসপেন্ড করে দেব কয়েকটা পুলিশ কে
আমি নিজেই বলেছি
“আমি গুন্ডা কন্ট্রোল করি”
সবাই কি ভুলে গেছে –
বিশ্ব বঙ্গে উন্নয়নের শাসন চলছে
চালাচ্ছি আমি দিদি ভাই
বাজার আমাকে নাম দিয়েছিল
অগ্নি কন্যা
অগ্নি কন্যা আমি
আগামী সময়ের জন্য
রেখে যাব পোড়া ছাই।
24 August, 2023
দু কান কাটা
বিষবৃক্ষ
MISSION SOUTH POLE - CHANDRAYAN
JUST LIKE MISSION MANGAL
অথবা PARAMANU
প্রথম পরমাণু বোমা ফাটানো নিয়ে সিনেমা হয় নি
হয় নি প্রথম স্পেস সাটল পাঠানো নিয়েও
কারণ
ওটা স্বাভাবিক কাজ ছিল
সরকারের যা করার কথা সেই কাজ |
তখন সরকারে যে রাজনৈতিক দল থাকত তারা বলত না
সরকারের বিরোধিতা মানে
টুকরে টুকরে গ্যাং
অথবা
URBAN NAXAL.
যদিও INDIA IS INDIRA
এই তিনটে শব্দের মধ্যে দিয়ে
ব্যক্তি = সরকার = দেশ
এটা প্রমাণ করার অপচেষ্টা শুরু হয়েছিল ৷
সেই বিষবৃক্ষে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফল ধরেছে ৷
যাই হোক
একটা ভাবী সিনেমার নাম দিয়ে দিলাম ৷
পরিণতি