অনুপানিত পোস্ট শ্রী র প্রচার বামপন্থীরা আর কতভাবে করবেন? অবশ্য উপায় কি আছে? একটা রাজনৈতিক দলের নীতির বিরোধিতা করা যায়। প্রতিটি রাজনৈতিক দলের নেতা থাকে। নেতা বদলায়।
নেহেরু থেকে গান্ধী (যে কোন গান্ধী), সাভারকর থেকে বাজপেয়ী হয়ে বর্তমান। হেডগেওকার থেকে ভাগবত। নেতা বদলালেও নীতি থাকে।
এখানে নেতা মানে পোস্ট একটাই এবং নীতিও এক - অনুপেওনা।
এটাই কিন্তু এক চূড়ান্ত রাজনৈতিক সাফল্য -
সমস্ত বিরোধিতা নিজের দিকে টেনে আনা - সমষ্টি কে ভাঙ্গা মাথা, ভাঙ্গা হাত ভাঙ্গা পায়ে লাথি মেরে একজন কে টার্গেট করতে বাধ্য করা এবং সেখানেই সাফল্য।
যে সমাজ নারী কে ব্যবহার করে বিজ্ঞাপনে
সেই সমাজ কে - পুরুষ তান্ত্রিক সমাজ কে ব্যবহার করে এক অসাধারণ সাফল্য।
তাই আজও একমাত্র তিনিই প্রচারের দৃষ্টি কেড়ে নিচ্ছেন।
নেগেটিভ প্রচারের ও।
প্রতিটি বিজ্ঞাপনে তারই মুখ -
সকলেই তার অনুপ্রেরণায় চলে।
দলগত ভাবে যে যাই করুক না কেন সব কিছু হয় তারই অনুপ্রেরণায় এবং
দিনের শেষে
দল নয় ব্যক্তি মুখ্য।
চিলেরা এইভাবেই শিকার করে
প্রকৃত বিরোধীরা আজ শিকার।
শ্রীতোষ ০৯/১১/২০২৫
09 November, 2025
শিকার
আগামীর ভোর
আজ ২০২৫
মৃনাভ সুর তুমি এতদিনে অনেক বড় হয়ে গেছ।
আজও আমার কাছে আছে।
প্রতিদিন চোখে পড়ে কিন্তু তাকাই না।
নদীর মোহনায় তীরের এক ধারে
একলা ধানের ক্ষেতের পাশে এক ঘর
অন্য পারে দেখা দেয়
সবুজ বন
তার আড়ালে আছে মানব জীবন
সূর্য অস্ত যায়।
হারিয়ে যাওয়া সূর্যের দিকে চেয়ে
এক একলা মাঝি নৌকা বেয়ে চলে একা।
এই ছবি তুমি এঁকেছিলে এক ধ্বংসের শেষে
এক মৃত্যু মিছিলের শেষে।
যখন মন দুর্বল
যখন সকলে বলে
হেরে গেছিস তুই
তুই জিরো পেয়েছিস
তখন আমি
তোমার আঁকা একলা মাঝির ছবি দেখি
শূন্য নৌকার ছবি দেখি।
বুঝি না বলা কথা।
সূর্যাস্ত! সেই কি শেষ?
অন্ধকার সেকি অনন্ত?
শ্রীতোষ ০৯/১১/২০২৫
07 November, 2025
সময়ের প্রশ্ন
মগধ কিভাবে বৃজি দখল করেছিল?
বৃজি অথবা লিচ্ছবী ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম (মতান্তরে স্পার্টা) যুক্তরাজ্য । ব্রাহ্মণ্য বাদী রাজতান্ত্রিক ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র একাকী ! বৌদ্ধিক চিন্তাধারায় বিদ্রোহী ।
তাকে দখল করতে গিয়ে মগধ কি করেছিল ?
প্রথমে অজাতশত্রু পাঠিয়েছিল
চিন্তাশীল জীবদের
তারা দেখতে বৌদ্ধ - আচরণে বৌদ্ধ
শব্দে - ~
তারা বলল এই লোক ভালো কিন্তু
সংঘ ভালো নয় !
২১ বছর অপেক্ষা
পরাজিত বৃজি |
এক ইতিহাস লেখা হল
সেই ইতিহাসের পথ বেয়ে
ঠিক সেই কাজ !
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে
ওরা আচরণে প্রগতিশীল
শব্দে গতিশীল
ওরা শুষিল
স্বাভাবিক কে অস্বাভাবিক প্রমাণ করে
চূড়ান্ত অস্বাভাবিক কে স্বাভাবিক প্রমাণ করার
ওরা ভগীরথ !
ওদের এখনও কি চিনতে পারছ না শ্রীতোষ ?
Subscribe to:
Comments (Atom)
