06 August, 2025

 তালুকদার পদবী দেখার পরে

বাং গালি মোক্তার অভিযোগ করে,

নাম তার কি এক মজুমদার

কোন এক দপ্তরে চাকরী তার।


আইন কানুন দেখার পরে

সরকার এর উকিল মামলা ধরে।


আদালতে হবেই বিচার

২১ দফাই দণ্ড তার

উকিল - মোক্তারে আদালত ভরা

সওয়াল - জবাবে আওয়াজ বড় চড়া।

কত রকম আইন পড়া

তালুকদার পদবী কেন

এদেশীয় নয় বিদেশী জান


কত তর্ক - বিতর্ক কত 

দিস্তা দিস্তা কাগজ ভরা

যুক্তি শত শত।

নয় তো তারিখের পরে তারিখ

শুনানি শেষ

একটাই তারিখ।


এবার হুকুম - এবার আদেশ।


 জজ সাহেব শোনান দণ্ড

কলমে লেখেন হুকুম প্রচণ্ড

বিদেশী পদবী ব্যবহার হলে

২১ শে আইনে ২১ ফাইন

২১ দফা হাঁচতে হবে

২১ ইঞ্চি লাফিয়ে যাবে

২১ খানা গাধার পিছে

২১ সপ্তাহ ঘুরবে মিছে

২১ রাতের অমাবস্যায়

গান গাইবে রাসভ গলায়

২১ ঘণ্টা উপোস করে


২১ খানা তেঁতুল দিয়ে


২১ বছর উচ্ছে খাবে


তবেই শাস্তি পুরো হবে


নাহলে অতি সহজ নিয়ম

দেশ ছেড়ে যাও

নাও নির্বাসন


শ্রীতোষ ০৬/০৮/২০২৫

No comments:

Post a Comment