হাওড়া – শিয়ালদা
শিয়ালদা – হাওড়া
বজবজ, বজবজ
এটাই এক সাধারণ শব্দ বন্ধ
কিছু মানুষ কে উদ্দেশ্য করে।
একটা টিকিট নয়
ওনাদের জীবন।
মানুষের কেনা একটি টিকিটের কমিশন
ওঁদের বাড়ির কোন একটা মানুষের মুখে
একবাটি মুড়ি এনে দেয়।
মানুষ বিরক্ত হয়
কারণ কোন এক মানুষের একটু খানি দেরী
সেই মুড়িটাই হারিয়ে যায়
হয়তো তাঁর জীবন থেকে।
সাধারণ মানুষ বাসে চড়ে
একটু সময়ের দাম অনেক তাঁর কাছে
বাসের কন্ডাক্টর এবং ড্রাইভার
(সরকারী এবং বেসরকারি)
একজন প্যাসেঞ্জারের দাম ও
অনেকই তাঁরও কাছে।
দুজনেই রুটির জন্য যুদ্ধ করে।
আমি দেখি আর ভাবি
দুই জন শ্রমজীবী মানুষ
রুটির জন্য যুদ্ধে
কিভাবে একে অন্যের প্রতিপক্ষ হয়ে যায়!
প্রতিদিন –
শান্ত এবং ক্লান্ত মুহূর্তে
একে অন্যের বিরুদ্ধে লড়ে যায়,
ভুলে যায়
তারা একই কারণে লড়ছে
দিনের শেষে
এক মুঠো ভাতের জন্য
এক টুকরো রুটির জন্য।
মানুষগুলো খিদেতে চিৎকার করে।
খিদেতে চিৎকার করে মানুষ।
এই আর কত ভরবি
যাদব পুর – গড়িয়া - হাতিবাগান - বারাসাত
আমতলা – কল্যাণী – স্টেশন গেট
শ্রীতোষ ২৮/০৭/২০২৫
No comments:
Post a Comment