সরকারী কর্মচারী দের ক্ষেত্রে CCS(CCA) Rule আছে
সেই রুল অনুসারে যদি কারো ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণ না হলেও যদি
তাকে ৭২ ঘণ্টার জন্য জেলে যেতে
তাহলে তার বিভাগ তাকে সাসপেন্ড করে।
তারা PUBLIC SERVANT.
নির্বাচিত সরকারী চাকর
সাংসদ / বিধায়ক / পুর প্রতিনিধি
এরাও তো PUBLIC SERVANT
এদের ক্ষেত্রে এই রকম কোন আইন ছিল না।
একটা বিল এসেছে লোক সভায়
৩০ দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব!
একজন সরকারী কর্মচারী হিসাবে
আমি ভীষণ খুশি
এবং আমি চাই
৩০ দিন নয়
একজন সরকারী কর্মচারীর মত
৩ দিন হেফাজতে থাকলেই
মন্ত্রিত্ব যাক
যাক সাংসদ / বিধায়ক / পুর প্রতিনিধি থেকে
সমস্ত নির্বাচিত পদ।
ভাতা থেকে শুরু করে সব সুযোগ কমে যাক
২৫%
যতদিন পর্যন্ত তিনি অভিযোগ মুক্ত না হবেন
ততদিন পর্যন্ত
সমস্ত রকমের নীতি নির্ণায়ক এবং সাধারণ কাজ থেকে বিরত
রাখা হোক তাকে।
যেমন রাখা হয় এক অভিযুক্ত সরকারী কর্মচারীকে।
যদি কেউ প্রশ্ন তোলেন এই আইনের সুযোগ নিতে পারে
কোন _ _ _
(যে কোস্ন তুলে ফেলেছেন "সততার পটি (থুড়ি প্রতীক)
আমি প্রশ্ন করি
প্রতি টি সরকারী কর্মচারী র বিরুদ্ধে ওঠা অভিযোগ কি সত্য
এবং ন্যায় সঙ্গত?
বিশেষ করে বিশ্ব বংগ সরকারে
অতএব একটু খানি হন না
অপমানে PUBLIC SERVANT (আসLLY PUBলিক বSS) রা
সাধারণ সরকারী কর্মচারীদের সমান।
আপনাদের ভয়
আমার মত এক সাধারণ সরকারী কর্মচারীর ভালোলাগা
শ্রীতোষ
এক সাধারণ কেন্দ্রীয় সরকারী কর্মচারী
২০/০৮/২০২৫
(আমি প্রস্তুত এই পোস্টের জন্য আগামী কালই হয়তো
SUSPENSION LETTER পাব এবং কিছুক্ষণের মধ্যেই
হয়তো ফেসবুক COMMUNITY STANDARD ভঙ্গ করেছি বলে
প্রোফাইল উড়ে যাবে)
20 August, 2025
নিজের কথা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment