25 August, 2025

ইতিহাস

 

একটা বিল এসেছে সংসদে
যেই বিলে বলা হয়েছে
যদি কোন নির্বাচিত মুখ্যমন্ত্রী / প্রধান মন্ত্রী অন্যায় করে জেলে ঢোকেন
৩০ দিনের জন্য জেলে থাকেন
তাহলে তাঁর পদ চলে যাবে
আমি সমর্থন করেছিলাম।
প্রতিটি মানুষ যখন সরকারী অথবা বেসরকারি চাকরী পান
তিনি তাঁর শিক্ষা গত যোগ্যতা দেখাতে বাধ্য।
কি আদেশ এল
মহামান্য আদালত আদেশ দিলেন
প্রধান মন্ত্রীর শিক্ষা গত যোগ্যতা জানতে পারবে না
সাধারণ মানুষ।
বাঃ
অতএব -
এবং অতএব
সিদ্ধান্ত
বাঁদর
হনুমান ই হল ভারতের প্রথম মহাকাশ চারি
শ্রীতোষ
এবং
শ্রীতোষ
২৫/০৮/২০২৫

No comments:

Post a Comment