নির্ভয়া পারে নি
পারেনি
খদ্দেরের সাথে দরাদরি করে
কবরে শুয়ে থাকা সেই শরীর
যার জন্য প্রেক্ষিত খুঁজেছিল
সুশীল সুবোধ নিলাজনৈতিক
বিষইষ্ট জন |
অপরাজিতাও হেরে গেছে |
তবুও মানতেই হবে
আজ তোমারই জন্য
নিজের বিরুদ্ধে নিজেই বিচার চাইছে
কাঞ্চন কুঞ্চিত কল কাকলি সম্ভূত
অরাজনৈতিক নিলাজ সমাজ |
তাই এক রাজনৈতিক মানুষ আমি
চেঁচিয়ে বলছি
প্র্তিটি পথে হাঁটা মানুষ বলছে
আমরা রাজনৈতিক সরকারের কাছে
বিচার চাই |
না হলে তো
আমার বাড়ির মেয়ে হয়ে
ওদের বাড়ির মেয়ে হয়ে
পিট বগ সৈন্য হয়ে
যেদিন তুমি আসবে তিলোত্তমা
তোমার বিচার চাওয়ার জন্য
আমার এবং ওদের পাশে কেউ ই থাকবে না।
তিলোত্তমা
তোমার রক্ত ঝরা চোখ
জাগাচ্ছে ভয়
ভয় থেকে জাগছে প্রতিবাদ
প্রতিবাদ সূচনা করে বিদ্রোহের
বিদ্রোহ জন্ম দেয় বিপ্লবের
বিপ্লব জন্ম দেয় চেতনার।
এক মৃত্যু জন্ম দিল চেতনার I
প্রতিটি প্রতিবাদ মিছিলে
প্রতিটি কন্ঠে সেই চেতনা আজ সত্য
রাজনৈতিক চেতনা |
মার্টিন নেই মুল্যারের কবিতা
আজ প্রতিটি মিছিলে সত্য
আজকে যদি তিলোত্তমা র পাশে আমরা না থাকি
তাহলে
আগামীতে আমি এবং আমরা একা হয়ে যাব।
তাই প্রতিটি মিছিল
আজ পিট বগ সেনাদল
প্রতিটি প্রতিবাদ
আজ নেইমুল্যারের কবিতা |
রাজনৈতিক সরকারের বিরুদ্ধে
পথে নামা
বিচার চাওয়া
প্রতিটি মিছিল থেকে
জন্ম নিচ্ছে আর এক মিছিল৷
নো পাসারণ
এ মিছিল যাবে না ফিরে
শ্রীতোষ ০২/০৯ / ২০২৪
No comments:
Post a Comment