মাননীয়া
আমি উৎসবে আছি
কামদুনির অপরাজিতার
পা চিরে দিয়ে যারা ভালোবেসেছিল
আপনি যাদের ফাঁসি আর মৃত্যুদন্ড চেয়েছিলেন
তাদের ফাঁসি আর মৃত্যুদন্ড হয়ে গেছে
তাই আনন্দে আমি এবং আমরা সবাই
উৎসবে আছি |
২০১১ র আগে অনেক সরকার
এসেছে এবং চলে গেছে
কোন মুখ্যমন্ত্রী কি বলেছে
আমি ধর্ষিতার বাবা - মা কে ক্ষতিপূরণ দিতে চেয়েছি
অর্থাৎ ধর্ষিতার দাম ঠিক করেছি |
তাই তো উৎসবে থাকতে হবে
না হলে কি তিলোত্তমার শ্রাদ্ধে থাকতে হবে
আমি আপনার পাশে দাঁড়িয়ে
উৎসবে আছি |
আপনি দেখতে পারছেন না
আমার চোখ থেকে গড়িয়ে পড়ছে
তিলোত্তমার রক্ত |
প্রতিটি মন্ডপে প্রতিটি দূর্গার
তিনটি নয়ন থেকে ঝরছে
তিলোত্তমার রক্ত |
এবার মানুষ উৎসবে আছে
জাস্টিস ফর প্রেক্ষিত
জাস্টিস ফর কামদুনি
জাস্টিস ফর উন্নাও - হাথরাস চেয়ে
R S S এর দূর্গার সামনে বিচার চেয়ে
দাঁড়িয়ে আছে
সবাই বলছে
আমরা আছি উৎসবে।
তাই আমাদের উৎসবের স্বর
জাস্টিস ফর আর জি কর |
শ্রীতোষ ০৯/০৯/২০২৪
No comments:
Post a Comment