08 September, 2024

খোলা চিঠি

 পশ্চিমবঙ্গ তথা বিশ্ব বঙ্গের সমস্ত পুজো কমিটি সমীপে

এক মান এবং হুঁশ থাকা মানুষের একান্ত নিবেদন

মাননীয় / মাননীয়া

২০১১ সালের আগে পর্যন্ত আপনারা দুর্গা পুজো কেন কোন পুজো উপলক্ষ করে রাজ্য সরকারের (তখন কার পশ্চিম বঙ্গ) সরকারের কাছ থেকে সরকারী ভাবে কোন অনুদান পেতেন কি? যদি পেয়ে থাকেন অনুদানের সংখ্যা এবং কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার প্রমাণ দেবেন এই আশা রাখি। 

যদি না পেয়ে থাকেন তাহলে কি ভাবে দুর্গা পুজো করতেন? 

আপনারা বিদ্যুৎ বিলে কোন ছাড় পেতেন কি?

পেয়ে থাকলে একই ভাবে প্রমাণ দেবেন - এই আশা রাখি।


যদি না পেয়ে থাকেন 

তাহলে কিসের প্রত্যাশায় - কোন অধিকারে এই অনুদান গ্রহণ করছেন?

আপনারা মা দুর্গার আরাধনা করতেন 

মানুষের কাছ থেকে পাওয়া সাহায্য নিয়ে

মানুষের অংশ গ্রহণে এই আরাধনা পূর্ণ হত।


আজ মা দুর্গা অসুরের হাতে ছিন্ন - বিচ্ছিন্ন হয়েছে

দুর্গার চোখে সেদিন অসুরের নয়

নিজের রক্ত ছিল।

অসুর চেয়েছে সেই রক্ত কেন ঝরেছে

তার প্রমাণ লুকিয়ে ফেলতে

আবার অসুর চাইছে বিচার।


হিমালয় আর মেনকা

১০,০০,০০০ ছুঁড়ে দিতে পেরেছে

যারা পার্বতীর পুজো করে

তারা ৮৫,০০০/- ছুঁড়ে ফেলে দিতে পারছে না

ওই ৮৫,০০০/- ছাড়া যদি ২০১১ র আগে 

পার্বতীর পুজো হয়ে থাকে 

তাহলে এখন কেন হতে পারে না?


একমাত্র তখনই হতে পারে

যখন যারা পুজো করবে তারা বলবে

তাদের বাড়িতে কোন কার্ত্তিক - গণেশ

লক্ষ্মী - সরস্বতী নেই 

নেই কোন পার্বতী।


আজকের এই দিনে তাদের পরিবার চূড়ান্ত নিরাপদ - নিশ্চিন্ত।


আমি এক অসময়ের মানুষ

যে রাস্তায় ছবি আঁকতে পারি না

কলমে ছবি আঁকার চেষ্টা করি।


আজকের এই সময়ে

এইটুকু ছবি আঁকলাম।

শ্রীতোষ ০৮/০৯/২০২৪

No comments:

Post a Comment