09 August, 2024

 আগামী দিনে যে ছাত্র আপনার শরীর নিয়ে গবেষণা করবে

আজ - কাল - পরশুর পরের দিন

যে আপনার চোখ দিয়ে নতুন পৃথিবী দেখবে

তাঁরা অবশ্যই আপনাকে জানবে না

কিন্তু আপনি থাকবেন।


জ্যোতি বসু আছেন

বুদ্ধদেব ভট্টাচার্য থাকবেন

দেওয়ালে ঝুলে

আগামী প্রজন্মের শিক্ষার মাধ্যম হয়ে।


ওরা কিন্তু থাকবে না

আসলে ওরা জানেই না 

কিভাবে মৃত্যুর পরেও 

মানুষের জন্য - মানুষের মাঝে

নিজেকে দিয়ে বেঁচে থাকা যায়

নিজের পরিচয় না দিয়ে।


তাই ওদের শরীর আগুনে ছাই হয়ে গেছে

আগামীতেও যাবে।


এখানেই ফারাক আপনাদের সাথে ওদের।


তাই ওরা বলতেই পারবে না

এরা মরলেও মানুষকে ছাড়ে না।


মরণ সাগর পারে

একজন মানুষের পাশে  আছেন

আরেক জন  ও মানুষের পাশে থাকবেন।


জানি একদিন ওরা ছাই হয়ে যাবে

সেদিনও জ্যোতি বাবু এবং

বুদ্ধদেব আগামীর ছাত্রদের 

শরীরের গঠন শেখাবেন।


ফারাক আছে এবং 

অন্তহীন এ ফারাক থাকবে।


আপনার চোখে যিনি দৃষ্টি পেলেন 

তাঁর প্রতি ভালোবাসায়।


শ্রীতোষ 

০৮/০৮/২০২৪

No comments:

Post a Comment