20 February, 2020

২১ শে ফেব্রুয়ারি

২১ শে ফেব্রুয়ারি
প্রতি বছরেই এই দিনটাতে
ধুতিতে – শাড়িতে
ফুলেতে – মালাতে
আমি বাঙালী – নিজেকে জাহির করি।


পথ ঢেকে যায় কত আলপনায়
কত না আঁকায় – কত না লেখায়
বাংলা ভাষা কত দাম পায়!

গানেতে – সুরেতে
কবিতা পাঠেতে
ভাষা নিয়ে চলা কত আলোচনায়
দিনটা যেন পলকে হারায়!

“আমার ভায়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”

পর দিন থেকে
উপরের লেখা ১০ টি শব্দ
বাক্স বন্দী হয়ে যায়
বড় হাসি পায়
বাঙালী আবার বং হয়ে যায়!

বাঙালী বড় ভাষা ভালোবাসে
দিতে জানে অন্যকে সম্মান
উড়ে – মেড়ো – খোট্টা
বাঙালীই বলে
দিতে অন্য ভাষাকে মান!

অন্য ভাষাও মাতৃভাষা কারো
এরা প্রতি পলে ভুলে যায়
নারসিসাসের মতই বাঙালী
আপনাতে আপনি হারায়।
শ্রীতোষ ২০/০২/২০২০

No comments:

Post a Comment