22 February, 2020

২০২১ শে র কল্পনায়

"আমাদের পতাকা
আমাদের রক্তের রঙে লাল
এই পতাকায় একটিও কালো দাগ
লাগতে দেওয়া চলবে না"
ইস্পাত - নিকোলাই অস্ত্রভস্কি.

আজ ২১ শে ফেব্রুয়ারি
আজকে আলপনা অঙ্কিত রাস্তা
রাস্তায় লেখা স্লোগান
মানুষের পদচারণায়
গাড়ির কালো ধোঁয়ায় সম্বর্ধিত

সৃষ্টি কেন এত অবহেলিত
স্লোগান কি হারিয়ে গেল কণ্ঠ হতে?

আজ কি একজন অস্ত্রভস্কি নেই
যিনি কম্বু কণ্ঠে বলতে পারেন
আমার মাতৃ ভাষা কে
মানুষের পায়ের তলায় রাখতে দেব না,
আমার ভাষার গায়ে কোন কালো দাগ
লাগতে দেব না।

আগামীর ২১ শে,
অজস্র কণ্ঠে জাগ্রত হোক
নতুন ২১ শের গান
আলপনা আঁকা অজস্র পতাকা
উদ্বেলিত সেদিন!
২১ আমার ২১ তোমার

"মাতৃভাষা উচ্চারিত হলে
নিকোন উঠানে জাগে রৌদ্রের স্পন্দন"

শ্রীতোষ ২১/০২/২০২০
২০২১ শে র কল্পনায়

No comments:

Post a Comment