11 January, 2020

নাগপুরের নাগ / নাগিনীদের প্রতি

বড় ভালো লাগে যখন দেখি
নাগপুরের নাগেরা
প্রতিবাদী ছাত্রীদের কম_ন্ডী বলে
তাদের গণ ধর্ষণ করতে চায়
প্রতিবাদী ছাত্রদের মা - বোনকেও
করতে চায় ধর্ষণ।


আমি তখন রামায়ণের কথা ভাবি
দেবরাজ ইন্দ্রও তো করেছিল
অহল্যা কে ধর্ষণ
তার স্বামীর ছদ্মবেশে!
অহল্যা হয়েছিল পাথর!

ওরা জানে ওদের কোন ক্ষতি হবে না
অহল্যার মত প্রতিবাদী ছাত্রী গুলো কে
ওরা পাথর বানাতে চায়
ওরা পাথর বানাতে চায়
প্রতিবাদী মানুষের মা - বোন দের!

তখন আমি আনন্দিত হই
আমার ভারত
যে ভারতে আজও লাল পতাকা উড়ছে
সেই লাল পতাকা ধারী মানুষ গুলো
নাগপুরের নাগেদের শত প্ররোচনা সত্ত্বেও
তাদের পরিবারের মা - বোনেদের
ধর্ষণ করার কথা বলে না
বলতে পারে না।

এটা আমাদের অহংকার
আমরা এমন এক মানুষ
যাদের আছে মান
আর আছে হুঁশ
আমরা শত আক্রমণ সত্ত্বেও
নাগপুরে নাগেদের ভয় করি না।

আসলে
"এক হাতে মোরা মগেরে রুখেছি,
মোগলেরে আর হাতে,
চাদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে
বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাচিয়া আছি,
আমরা হেলায় নাগেরে খেলাই,
নাগেরি মাথায় নাচি"।

আমাদের একটাই কথা
অনুপ্রেরণার নেই দরকার
মারব না কোন খিস্তি
সন্তান তোমার
নিজ পরিচয় নিজেই দিচ্ছে
মা গো
বন্ধ কর দৃষ্টি।
শ্রীতোষ
নাগপুরের নাগ এবং তাদের নাটুকে বন্ধুদের প্রশংসায়
০৯/০১/২০২০

No comments:

Post a Comment