আমি এক সামান্য মানুষ, কিছু সাধারণ কথা বলি। পশ্চিমবঙ্গ নাম যদি থাকেই
(যার সাথে ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় জুড়ে আছে) তাহলে পশ্চিমবঙ্গের হয়ে
যে সমস্ত ক্রীড়া সংগঠন প্রতিনিধিত্ব করে এবং করছে তাদের নাম ইংরাজি তে
BENGAL না রেখে WEST BENGAL রাখা হোক। এটা তো রাজ্যের অধিকারে।
সন্তোষ ট্রফিতে (এখন ব্রাত্য প্রায়, আধুনিক সময়ের কেউ হয়তো জানে না ওই ট্রফির কথা) পশ্চিমবঙ্গ আজও বেঙ্গল নামে খেলে। ক্রিকেট - রঞ্জি থেকে দলীপ ট্রফি হয়ে কোচবিহার ট্রফি - কোনটাতেই তো ওয়েস্ট বেঙ্গল টীম পাঠায় না, পাঠায় বেঙ্গল। টেবিল টেনিসে, অ্যাথলেটিক্সে, হকিতে - অর্থাৎ প্রতিটি খেলার জগতে কেউ বলতে পারবেন প্রতিনিধিত্ব করে বেঙ্গল।
সন্তোষ ট্রফিতে (এখন ব্রাত্য প্রায়, আধুনিক সময়ের কেউ হয়তো জানে না ওই ট্রফির কথা) পশ্চিমবঙ্গ আজও বেঙ্গল নামে খেলে। ক্রিকেট - রঞ্জি থেকে দলীপ ট্রফি হয়ে কোচবিহার ট্রফি - কোনটাতেই তো ওয়েস্ট বেঙ্গল টীম পাঠায় না, পাঠায় বেঙ্গল। টেবিল টেনিসে, অ্যাথলেটিক্সে, হকিতে - অর্থাৎ প্রতিটি খেলার জগতে কেউ বলতে পারবেন প্রতিনিধিত্ব করে বেঙ্গল।
বন্ধু আপনি কি নিজেকে বলেন পশ্চিম বাঙালী? আমি বলি না, হতে পারে এ আমার
একান্ত ব্যক্তিগত আবেগ অথবা চেতনা, হয়ত বা একমাত্র আমিই নিজেকে পশ্চিম
বাঙালী না বলে বাঙালী বলে পরিচয় দিয়ে থাকি।
(পশ্চিম বাঙালী) বাঙালী শ্রীতোষ যেমন ২১ শে ফেব্রুয়ারি কে মনে রাখে তেমনই সে ১৯ শে মে কেও ভোলে না।
"অনেক সীমন্তের সিঁদুর মুছে সীমান্ত হয়েছে আঁকা",
তাই হয়তো পশ্চিম বঙ্গীয় বাঙালী হয়েও আমি বেঙ্গল টীম গুলোকে সমর্থন করি -
নিজেকে পশ্চিম বাঙালী নয়
বাঙালী বলতেই সবচেয়ে বেশী ভালোবাসি।
এই যুক্তিতেই অথবা আবেগেই রাজ্যের নাম "বাংলা" হলে ক্ষতি কি
ইতিহাস বই থেকে ইতিহাস মুছে ফেলে শাসক
ইতিহাস কি কোনদিন মোছে
মানুষ শারীরিক ভাবে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়
মন থেকে হয় কি?
(পশ্চিম বাঙালী) বাঙালী শ্রীতোষ যেমন ২১ শে ফেব্রুয়ারি কে মনে রাখে তেমনই সে ১৯ শে মে কেও ভোলে না।
"অনেক সীমন্তের সিঁদুর মুছে সীমান্ত হয়েছে আঁকা",
তাই হয়তো পশ্চিম বঙ্গীয় বাঙালী হয়েও আমি বেঙ্গল টীম গুলোকে সমর্থন করি -
নিজেকে পশ্চিম বাঙালী নয়
বাঙালী বলতেই সবচেয়ে বেশী ভালোবাসি।
এই যুক্তিতেই অথবা আবেগেই রাজ্যের নাম "বাংলা" হলে ক্ষতি কি
ইতিহাস বই থেকে ইতিহাস মুছে ফেলে শাসক
ইতিহাস কি কোনদিন মোছে
মানুষ শারীরিক ভাবে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়
মন থেকে হয় কি?
No comments:
Post a Comment