আসিফা নামে একটি মেয়ে ছিল
ছোট্ট একটি মেয়ে
হয়তো বা সে এক ঝর্ণা হয়ে
সমুদ্রে মিশতে চেয়েছিল।
আসিফা একটি মেয়ের নাম ছিল
মিষ্টি একটি মেয়ে
হয়তো বা সে কোকিল হয়ে
পৃথিবীকে গানে গানে
ভরিয়ে দিতে চেয়েছিল।
আসিফা একটি হাসি – খুশী মেয়ে ছিল
সবুজ মাঠের বুকে
প্রজাপতির মত উড়ে বেড়ানো মেয়ে
একটি ছোট্ট কুঁড়ি
হয়তো সে একটি সুন্দর ফুল হয়ে
রূপে – রঙে পৃথিবীকে ভরিয়ে দিতে চেয়েছিল।
আসিফা আজ নেই
কিছু উন্মত্ত দানব
কয়েকটি দিন ধরে
তাকে ছিঁড়ে খেয়েছিল
আসিফাও কিন্তু
“কাশ্মীর কি কলি” ই ছিল।আজ বাজারি মিডিয়ায় পড়া একটি লেখা আমার এ লেখার প্রেরণা। হ্যাঁ, আজও কিছু কিছু ক্ষেত্রে বাজারি মিডিয়া (পড়ুন আনন্দ বাজার) মানুষের বিবেকের কাজ করে।
No comments:
Post a Comment