19 July, 2019

কাফিল খান এবং শ্রীতোষ

কাফিল খান এবং শ্রীতোষ
সোজা কথা সোজা ভাবে বলা আমার অভ্যাস। তাই বলি কাফিল খান সংক্রান্ত কিছু পোষ্ট ফেসবুকে ঘুরছে যার বেশীর ভাগ কাফিল খানকে অন্যায় ভাবে হেনস্থা করা হয়েছে। এর বিরোধী একটি পোষ্ট আমি নিজে শেয়ার করেছি। তাই এ লেখাঃ
আমি বলছি কাফিল খানকে অন্যায় ভাবে হেনস্থা করা হয়েছে এটা একটা
ফালতু পোষ্ট। এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্যানিং এর জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশ থাকে না, থাকে CISF এয়ারপোর্টে আমাকেও জুতো - বেল্ট খুলতে হয়েছে, মোবাইল, ল্যাপটপ (ব্যাগ থেকে বের করে) স্ক্যানিং এ দিতে হয়েছে। পকেট থেকে পেন, খুচরো কয়েন সব বার করতে হয়েছে। তারপর বডি স্ক্যান হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা, মুম্বই, বাগডোগরা, গ্যাংটক (সবই ডোমেস্টিক)। আরও বলি, Official Duty তে Great Eastern Hotel এ ঢোকার সময় ও ব্যাগ থেকে ল্যাপটপ, পকেট থেকে কয়েন এবং পেন বার করতে হয়েছে। গেট সিকিউরিটি জানতেন আমরা যাব তবুও করতে হয়েছে এবং যে ৫/৬ দিন গেছি প্রতিদিন করতে হয়েছে। নিয়ম সকলের জন্য এক। শ্রীতোষ বা কাফিল খানের জন্য আলাদা নয়। জানুন তারপর পোষ্ট / কমেন্ট করুন। যারা করেছেন (কিছু মনে করবেন না) তারা বোধহয় গত কয়েক বছরে বিমান যাত্রা করেন নি।

 10 July at 19:24

No comments:

Post a Comment