ইশরত জাহান কি অপরাধী? এক অংশের মানুষ বলবেন “না”। সেই অংশের মানুষই
আবার আখলাক কে পিটিয়ে মারায় অংশ নেন, সরবে / নীরবে তাকে সমর্থন করেন অর্থাৎ
আখলাক কে অপরাধী বলে মনে করেন, যেমন ওরা ইশরতকে অপরাধী বলে মনে করেছে।
আপনারা সমাজের দুই অংশের মানুষ কিন্তু আপনাদের মূল চরিত্র একই। আপনারাই
হলেন আসল অপরাধী। যে কোন সুস্থ, স্বাভাবিক, সচেতন, শিক্ষিত, যুক্তিবাদী
মানুষের কাছে আপনারা হলেন সবচেয়ে বড় সমাজ শত্রু। তাই আপনাদের কাছে আমরা কমন
এনিমি কারণ আমাদের মত যুক্তিবাদী মানুষ গুলো ইশরত এবং আখলাক এর উপর আক্রমণের বিরোধিতা একই ভাষায় করে থাকে।
আপনারা হলেন সমাজের সেই অংশ যারা মাথা পিছনে ঘুরিয়ে সামনে হাঁটার চেষ্টা
করেন। আপনারা হলেন সমাজের সেই অংশ যারা বিশ্বাস করেন একজন স্বাধীন মানুষ কি
খাবে, কি পড়বে, কি ভাষায় একে অন্যকে সম্বোধন করবে – তা ঠিক করার দায়িত্ব
শুধু মাত্র আপনাদের এবং যদি কেউ তার বিরোধিতা করেন, তাকে শাস্তি দেওয়ার
দায়িত্ব ও আপনাদের। যদিও আপনারা বলতে পারেন না কোন মহাপ্রভু মহাশক্তিমান
আপনাদের উপর এই কাজের গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন।
এটা জেনে রাখবেন, ইতিহাস যুক্তিবাদী চিন্তাধারার মানুষকে মনে রাখে, যেমন মনে রেখেছে আব্রাহাম কভুর, অভিজিৎ, ওয়াসিকুর, মালালা, গৌরী লঙ্কেশের মত মানুষদের – তাঁদের উপর আক্রমণকারীদের নাম কেউ মনে রাখে না।
সফদার হাসমি আজও বেঁচে আছেন মানুষের চেতনায় – মানুষের নাটকে কিন্তু তাঁকে যারা আক্রমণ করেছিল তাদের নাম কেউ বলতে পারবেন কি?
তাই সমাজের ঠিকাদারদের বলি, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংযত করুন না হলে আপনাদের এত নাচন – কোঁদনের ফল হবে একটি বিশাল “০”। সমাজ সামনের দিকে মুখ করেই এগোবে – এগোবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, আপনাদের মত পিছনের দিকে মুণ্ডু ঘুরিয়ে সামনে হাঁটার ভুল সমাজ কোনদিন করে নি, কোনদিন করবেও না।
এটা জেনে রাখবেন, ইতিহাস যুক্তিবাদী চিন্তাধারার মানুষকে মনে রাখে, যেমন মনে রেখেছে আব্রাহাম কভুর, অভিজিৎ, ওয়াসিকুর, মালালা, গৌরী লঙ্কেশের মত মানুষদের – তাঁদের উপর আক্রমণকারীদের নাম কেউ মনে রাখে না।
সফদার হাসমি আজও বেঁচে আছেন মানুষের চেতনায় – মানুষের নাটকে কিন্তু তাঁকে যারা আক্রমণ করেছিল তাদের নাম কেউ বলতে পারবেন কি?
তাই সমাজের ঠিকাদারদের বলি, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংযত করুন না হলে আপনাদের এত নাচন – কোঁদনের ফল হবে একটি বিশাল “০”। সমাজ সামনের দিকে মুখ করেই এগোবে – এগোবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, আপনাদের মত পিছনের দিকে মুণ্ডু ঘুরিয়ে সামনে হাঁটার ভুল সমাজ কোনদিন করে নি, কোনদিন করবেও না।
No comments:
Post a Comment