22 February, 2019

অপেক্ষা

এক ভাবী শহীদের ঘর থাকে অপেক্ষায়
কবে বুলেটে ছিন্ন ভিন্ন এক সৈনিক
লাশ হয়ে ফিরবে
দেশপ্রেমের আবেগে ভেসে যাবে দেশ।
যাদের বিরুদ্ধে আছে চুরির অভিযোগ
সেই সব দেশপ্রেমিক নেতার দল
যুদ্ধ চাই - বদলা লেঙ্গে বলে
কাঁপিয়ে দেবে আকাশ - বাতাস!
তার সাথে জুড়বে কিছু এমন মানুষের আওয়াজ
সৈনিকের লাশ ছাড়া যাদের দেশপ্রেম দেখে না কেউ,
শোকের মোমবাতির আলোয় ম্লান হয়ে যাবে সূর্য!
কিছু সাধারণ মানুষ খাবে মার
কারো চাকরী যাবে,
কারণ তারা যুদ্ধ চায় না - তারা দেশদ্রোহী
দেশপ্রেম দেখাতে হলে যে সৈনিকের লাশ বড় দরকার।

তারপর
সময়ের নিয়মে সব থেমে যাবে
শুধু ওই উর্দি টা হাতে নিয়ে বসে,
কোন এক মা অথবা স্ত্রী
নীরবে ফেলবে চোখের জল
শুকনো রক্তের রঙ ও যে কালো,
রাতের ঘন অন্ধকারের মত।
শ্রীতোষ নামে এক দেশদ্রোহীর লেখা (যত পারেন খিস্তি দিন) ২২/০২/২০১৯

No comments:

Post a Comment