24 February, 2017

একুশের কথা

একুশ মানে মায়ের হাসি
কোমল চোখে চাওয়া,
একুশ জানায় আপন ভাষায়
খুশিতে গান গাওয়া।
একুশ মানে ঝড় উঠেছে
বৃষ্টি আসে ওই,
একুশ বলে মাগো আমার
কাজলা দিদি কই ?
একুশ মানে জাগল মানুষ
অধিকারের ডাকে
একুশে তাই রক্ত ঝরে
রুখবে তুমি তাকে ?
একুশ তোমার - একুশ সবার
গাই একুশের গান
মাতৃ ভাষায় বলব কথা
রাখব ভাষার মান। শ্রীতোষ - ২১/০২/২০১৭

No comments:

Post a Comment