24 February, 2017

৮ই ফাল্গুন ১৩৫৮

২১ শে ফেব্রুয়ারি ১৯৫২
কেন নয় ৮ই ফাল্গুন ১৩৫৮
একই দিন
যেদিন রক্ত ঝরে
নিজের ভাষায় কথা বলার অধিকারে
নিজভূমিতে !

চলে গেছে আরও কত ২১শের দিন
নীরব কান্নায় কেঁদে চলে
৮ই ফাল্গুন
তোমরা মাতৃভাষায় কথা বলতে চাও
তাই ৮ই ফাল্গুন ১৩৫৮
নীরবে ২১ শে র প্রতি তোমাদের প্রণামকে
করে নমস্কার
আর বলে
আমি ৮ই ফাল্গুন
বাংলায় আমাকে ভুলে যাও তোমরা
আমার জন্য নেই কোন দিন
আমি ৮ই ফাল্গুন
ইংরাজি ভাষায় বলি
NO WHERE I WAS THERE BECAUSE
আমি ৮ই ফাল্গুন
আমার নেই কোন গুণ
আমি অব্যবহৃত তোমাদের মনে
২১ শে ফেব্রুয়ারির ছায়ায় ঢেকে থাকা
আমি ৮ই ফাল্গুন
আমি ৮ই ফাল্গুন ১৩৫৮

No comments:

Post a Comment