22 December, 2016

যে আগুনের দিকে চেয়ে থাকতে
ভালো পোশাক পড়া (কালো) মানুষ গুলোর
তোমাদের চোখ ঝলসে যায়
সে আগুনের মাঝে আগুন বয়ে
তপ্ত লোহা অঙ্গার আর ধুলোর মাঝে
কাজ করি আমরাই।


পরনে গেঞ্জি – খালি পা
শরীর কালোয় কালো
আমরা কাজ করে চলি।
গলন্ত লোহা বয়ে এনে
ঢেলে দিই ছাঁচে
(আমার মত কোন মজুরের বানানো ছাঁচ)
আবার দৌড়াই
আরও ছাঁচ আছে অপেক্ষায়
নতুন রূপ পাবে বলে ।

ফুসফুস ঝাঁঝরা আমাদের
ধোঁয়া আর ধুলোয়
আর কোন জানা – অজানা গ্যাসে
পাকস্থলী হয়েছে ঝাঁঝরা আগুনে
তরল আগুনে !
সস্তা মদের গরম আগুনে!
ক্লান্ত শরীর সে আগুনে পুড়ে
নেয় বিশ্রাম !

না হলে কালকে মেশিন চলবে না
মেশিন করে অনেক কাজ
তবুও
মেশিন চালায় মানুষ।
মেশিন যদি না চলে
ওহে ভদ্দর লোকেরা
যারা আমাদের দিকে অবহেলায় তাকিয়ে
অনুচ্চারিত কিছু গালি মেরে
চলে যাও কাজে
আমাদের সেলাম নিয়ে।

তোমরা ভুলে যাও -
দামি পোশাক পড়ে
দামী হোটেলে দামী মদে চুমুক দাও
গান করা মেয়েদের দিকে পবিত্র দৃষ্টি তে তাকাও
আর টাকা ওড়াও
(পরের দিন সকালে তাঁদের বেশ্যা বল)
আর আমাদের কথা ভেবে ফেল চোখের জল
অথবা আমার লেখা এ কবিতার মত
কবিতা লেখ
তোমাদের মত মানুষের বাহবা পাওয়ার জন্য –

জেনে রাখ
সব হয়ে যাবে শেষ
শেষ হবে তোমাদের পাণ্ডিত্য আর
নর্তন
যদি আমরা না থাকি।
শেষ বারের মত সচেতন করে দিলাম
এবার দেখা হবে পথে !
আজ বিদায় ।। শ্রীতোষ ২২/১২/২০১৬

No comments:

Post a Comment