24 February, 2017

একুশে ফেব্রুয়ারি

কত একুশ গেছে কেটে
একুশে ফেব্রুয়ারি পালন হয়েছে কত
উৎসবে - কবিতায় - গানে
"আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি"
বরকত - সালামের মূর্তিতে
কত মালা পড়ে
কত শহীদ বেদী ফুলে ফুলে ঢেকে যায়
তারপর ক্যালেন্ডারের পাতায়
থাকে অপেক্ষায়
অমর একুশ একটি তারিখ হয়ে
আগামী বছরের জন্য।
আজও বাংলায় এপারে ও ওপারে
রাত জাগে মানুষ নতুন ভোরের জন্য
না রাত জাগে মানুষ ইংরাজী নিয়মে
AFTER 24.00 HRS. এর ঘণ্টা বাজার জন্য!
ইংরাজি নিয়মে পালন হয় 21ST FEBRUARY.
তাই ক্যালেন্ডারের পাতায় ২১ শে
একটি তারিখ হয়েই থেকে যায়।
পরদিন সকালে
২১ শে পালন করা বাবা অথবা মা
শিশুর হাত ধরে টেনে নিয়ে চলে
ইংরাজি স্কুলের গোড়ায়
তাকে HARRY POTTER দেয় কিনে
ঠাকুরমা আর ঠাকুরদার ঝুলি OBSOLETE আজ।
কিছু পাগল আজও কিন্ত রাত জেগে থাকে
থাকে অপেক্ষায়
প্রভাত সূর্যের প্রথম কিরণের
একটি নমস্কারে তারা
তাঁদের স্মরণ করে যায়
অমর ২১শ কে বলে যায়
তোমরা ছিলে তাই আছি আমরা
তোমরা সূর্য হয়ে দিলে আলো
আমরা প্রদীপ হয়ে জ্বলে যাব
দিয়ে যাব উত্তরাধিকার
নতুন সূর্যের হাতে। শ্রীতোষ - ২১/০২/২০১৭

No comments:

Post a Comment