29 July, 2016

দিক ভ্রষ্ট ১৭র কৈশোর

১৭ র কৈশোর আজ অসহ্য
নেয় মাথা তোলবার ঝুঁকি
এ দুঃসময়ে বুঝতে চায় না ওরা
কোনটা সঠিক
কি বা জীবনের ফাঁকি।
১৭ র কৈশোর জানি
জীবনকে দেখতে চায়
নতুন রক্তের টানে
পথ খুঁজে খুঁজে চলে
স্বপ্ন জাগিয়ে প্রাণে।
১৭ র কৈশোর স্বপ্ন দেখে
বাঁচবে নতুন করে
কোন পথে যাবে
কোন সুরে গাবে
দেখিয়েছি কি মোরা তারে ?
তুমি তো ছিলেই – আমিও ছিলাম
১৭ র কৈশোরে
আজ কেন সাথী
ভুলে যাই বল
নিজেদের পথটারে ?
যাদের শিক্ষায় শিক্ষিত জীবন
যারা দেখিয়েছে পথ
আমরা কি তাদের উত্তরাধিকার
আমরা কি সূর্য রথ ?
১৭ র কৈশোর জমা হয়ে আছে
তোমার – আমার বুকে
আমরাই আজ ব্যর্থ বন্ধু
পথ দেখাতে তাকে !
নিজের দিকেই আঙ্গুল তুলে
প্রশ্ন করি বারে বার
আর কত বার আঘাত পাব
আর কত রক্ত ঝরাব
১৭ র সাথী আমার ? শ্রীতোষ ২৯/০৭/২০১৬

No comments:

Post a Comment