15 July, 2016

মানুষ তোমাকে -



অভিজিতের সময় তুমি চুপ করে ছিলে বন্ধু
কারণ অভিজিৎ হিন্দু (মানুষ নয়)
ওয়াশিকুরের সময় তুমি রবীন্দ্রনাথ পড়ছিলে কারণ
ওয়াশিকুর মুসলমান (সেও তো মানুষ নয়)
সিরিয়াতে যখন মানুষ মরে তুমি
গালিবের কবিতায় যাও ডুবে কারণ
মুসলমানের হাত রাঙা মুসলমানের খুনে (ওরা কি মানুষ)
আমরা আজ হিন্দু / মুসলমান/ খৃষ্টান রূপে দেখি মানুষকে
মানুষকে মানুষ রূপে দেখি না।
মানুষকে মানুষ রূপে দেখতে আমরা
ভুলেই গেছি কবে!
 
তাই তো আমরা এক হয়ে আজ
যুদ্ধে নামতে পারি না
তুলে নিতে পারি না রাইফেল
বলতে পারি না
হিন্দু - মুসলিম - খৃষ্টান কেউ নয় ওরা
যাদের রক্তে পৃথিবীর মাটি চলে ভিজে
ওরা মানুষ -
তোমার - আমার মত একটা মানুষ। শ্রীতোষ ১৫/০৭/২০১৬

এই পৃথিবীর প্রতিটি স্থানে যেখানে ধর্মের নামে - জাতের নামে বজ্জাতি চলছে - অত্যাচার চলছে - ঝরছে নিরীহ নিরপরাধ মানুষের রক্ত তার প্রতিবাদে।

No comments:

Post a Comment