22 July, 2016

উত্তরাধিকার

তুমি কাজ করবে
দায়িত্ব পালন করবে সে
আমি কথা বলব।

এই কাজ টা ওই রকম ভাবে
করা উচিত ছিল –
আমি হলে না এই ভাবে করে ফেলতাম।

ফুটবল ম্যাচ দেখতে বসে যেমন বলি
ওইভাবে পাস বাড়ালে গোল হয় নাকি
ক্রিকেট হলে
বলটা আর একটু স্যুইং করাতে পারল না
অথবা হকি স্টিক টা দিয়ে আর একটু ফ্লিক
করাতে পারল না।

শোন ওর গলায় না
শুব্ধ সপ্তক লাগল না
বইরবি করে দিল ভৈরবী কে
এটা কোন নাটক হল -
আমরা কথা বলব।

আমরা ভাবব না কেন আমরা
আজকে এই অবক্ষয়ের মুখে
অন্যকে দোষ দিতে পারলে বড় আনন্দ পাই
আজ কত কথা শুনি
এ বলে বুড়ো দের তাড়াও
অন্যে বলে তোমরা করেছ কি?

কেউ নিজের দিকে তাকিয়ে বলে না
আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে না
আমি করেছি কি ?
অন্যকে দোষ দেওয়া বড় সহজ
আয়নার সামনে দাঁড়ানো
ততটাই কঠিন।

নেতা তার কাজ করেনি
কর্মী কি করেছে কাজ
ছোট্ট করে
মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে?
বল আমায়
যদি দাঁড়িয়ে থাকে কেউ
তাহলে সেই প্রকৃত কর্মী
যার পাশে থাকে জন সমুদ্র !

তাহলে চিন্তা নেই সাথী
সেই মানুষ আনবে নতুন প্রভাত
আর তা না হলে
দুঃস্বপ্নের গভীর অন্ধকারে মিলিয়ে যাবে,
হারিয়ে যাবে -
সমাজ বদলের স্বপ্ন।

 সেই স্বপ্নকে দিও না হারাতে বন্ধু
পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে
নাও বিদায়
মানুষকে ভালোবেসে
মানুষ ই তো উত্তরাধিকার ! ২২/০৭/২০১৬

No comments:

Post a Comment