12 December, 2015

সুজেট তোমাকে

একটু তো নাটক করি -
প্রতিদিন কাঁদি মনে
নারী পেল বেশ্যা হওয়ার অধিকার !
যে মঞ্চে ছিল তার অধিকার সবচেয়ে বেশী
তাকে ক'জন চেনে-
মঞ্চের ইতিহাস জানে ক'জন
তার অর্থে - তার অভিনয়ে জাগে
বঙ্গ নাট্ট মঞ্চ - তবু তো বেশ্যা সে
নটী এক।

তার নামে মঞ্চের নাম হবে
সমাজ মেনে নেবে !
হয় না তো -
বেশ্যা কে বেশ্যার মত থাকতে হবে
তার শরীরে তার অর্থে
নাগরের অধিকার
তাই ব্যবহৃত হল সে
আজকের সুজেটের মত
স্বপ্ন দেখানো হল তাকে
বাড়ি পৌঁছে দেব
তোমার নামে মঞ্চ করে দেব
সে উঠে পড়ল অথবা আপন করে নিল
চলন্ত গাড়ি তে কিংবা মঞ্চে
দেওয়া প্রতিশ্রুতি
ওদের প্রয়োজন হয়ে যখন হয়ে গেল শেষ
ছুঁড়ে ফেলে দিল বিনোদিনী অথবা সুজেটকে
চলন্ত গাড়ি হতে অথবা মঞ্চ হতে
ওদের জন্য আছে ওদের মত অনেক নেকড়ে
যারা বলে চলে
বিনোদিনীরা বহু ভোগ্যা - প্রকাশ্যে ওদের ধর্ষণ
করতে হবে না তোমায় -
তুমি ওদের শরীরের দিকে চেয়ে
জিভ চাট লালসায় -
ওদের মনকে কর ধর্ষণ
তোমার কথায় - তোমার সুন্দর(!) মানসিক চিন্তায়
বিনোদিনী ধন্য হবে - গহর জান ধন্য হবে -
ধন্য হবে
আঙুর বালা আর আম্রপালী অথবা সেই "সুতনুকা"
যারা কারো সন্তান ছিল - ছিল কারো বোন অথবা
হতে পারত কারো মা
ঠিক সুজেটের মত - শ্রীতোষ ১২/১২/২০১৫

No comments:

Post a Comment