অসহায় মানুষ!
আজকে হেরে গেল মানুষ!
মানুষ চিরকাল হারে
মানুষেরই কাছে
সেই মানুষের কাছে
যার নেই
মান আর হুঁশ।
শ্রীতোষ ৩০/০৫/২০২৩
30 May, 2023
28 May, 2023
রাজদণ্ড
বণিকের মানদণ্ড দেখা দিল
গণতন্ত্রের রাজদণ্ড রূপে
ঐতিহ্য পালনে।
ধূপ - ধুনা আরও কত সনাতন উপচারে
পূজিত হইল।
রাষ্ট্র - তার কোন ধর্ম নাই
জাত নাই -
সকলের প্রতি করিবে সমান আচার।
রাজদণ্ড শিক্ষা দিবে তাহা
গণতন্ত্রের পবিত্র মন্দিরে।
ওম শান্তি ওম!
পবিত্র রাজদণ্ড করিল গ্রহণ
গণতন্ত্রের ভার।
শ্রীতোষ ২৮/০৫/২০২৩
20 January, 2023
১৮ র রানার
আজকে দেশ ভরে গেছে
POLITICIAN এ
নেই কোন STATESMAN
আজ MEDIA
এবং
WHATS APP বিশ্ব বিদ্যালয়
(গেরুয়া শরীর মাথায়
যার সবুজ ঝুঁটি )
গাজর ঝুলিয়ে
পাঠক কে নাচায়।
ফুচকা / রোল / চপ খেয়ো
মানুষ যেমন পেট ভরায়
খায় কাউয়া বিরিয়ানি
সস্তায়!
মানুষ ফল খেয়ে
নিজের শরীর রাখে না।
মানুষ ভাবে পেট ভরিয়ে রাখছি শরীর।
শরীর মানে বহিরঙ্গ
এখনকার মানুষ ভাবে।
মেক আপ এ ভুলছে সমাজ
সমাজ তো মানুষ নিয়েই গড়া।
সিগারেট - গুটকা এ সব নাকি
বড় ক্ষতিকর শরীরের জন্য।
প্যাকেটের উপর লেখা থাকে
সিনেমা শুরুর আগে দেখানো হয়
গা শিউরে ওঠা বিজ্ঞাপন।
তবুও তার প্রোডাকশন হয়
মানুষ নেয় - উপভোগ করে।
ঠিক যেমন কোন এক নির্বাচন ক্ষেত্রের মানুষ
উপভোগ করে
যে রাজনৈতিক নেতাকে সে এক দলের হয়ে
নির্বাচনে জেতাল
(সে নাকি) তাদের উপকারের জন্যই
অন্য দলে যোগ দিল।
কি ভালোবাসা!
তাই মানুষ আজ
ফল নামক STATESMAN কে ভুলে গেছে
সে চায়ও না STATESMAN কে।
মানুষের তৈরি সমাজ আজকে
মানুষ নামক ড্রাকুলার তৈরি
কাউয়া বিরিয়ানির
গন্ধে আর স্বাদে ভরপুর।
অর্থাৎ কিনা
POLITICIAN এর কথায় মজবুর।
তবুও কেউ কেউ আজও পারে না
যারা পারে না
তারা নারসিসাস নয়
ওরা প্রমিথিউস
ওরা দুরন্ত ঈগল
ওরা ইশকুলে পড়ে
হয়ে উঠেছে
ইস্পাতে গড়া
মানুষের মত মানুষ।
ওদের রাইফেল লক্ষ্যে স্থির
আর
আঙ্গুল ট্রিগারে।
ওরা ফিনিক্স
আগুনে পুড়েও জাগে বার বার
ওরা যে সময়ের
আঠারো বছর বয়সী রানার।
শ্রীতোষ ২০/০১/২০২৩
রেডি ত
(অহংকারী) বর্তমান বলে মোর কি সাহস ভাই
অতীতের মুখে আমি দিয়ে আসি ছাই
(সময় বলে হেসে)
তার গায়ে লাগে না কো কিছু
সে ছাইয়ে কালো তোর মুখ
বুঝিস না তুই কিছু ৷
সব সময় বাজে তোর রেডিও
মানুষকে করতে বিরক্ত যে রেডি ও |
আগামী র জন্য
সে রেডিও র
নাই কো ঠাঁই
শুনব কি তাই?
কবিগুরু এবং কিশোর কবি র প্রতি বিনম্র শ্রদ্ধায়
শ্রীতোষ ২০/০১/২০২৩
09 January, 2023
অন্ধ চিন্তা
আশ্চর্য