নাটক যখন হয়
তখন ক্যামেরা ম্যান এর প্রয়োজন হয়
ঠিক কিনা ?
হঠাৎ করেই
আজ
"বিশ্ব নাট্য দিবসে
প্রশ্নটা লেখায় এল |
বাস্তব দেখছি অবশ্য
৭০ বছরের পর থেকে
শ্রীতোষ ২৭ / ০৩ / ২০২৪
নাটক যখন হয়
তখন ক্যামেরা ম্যান এর প্রয়োজন হয়
ঠিক কিনা ?
হঠাৎ করেই
আজ
"বিশ্ব নাট্য দিবসে
প্রশ্নটা লেখায় এল |
বাস্তব দেখছি অবশ্য
৭০ বছরের পর থেকে
শ্রীতোষ ২৭ / ০৩ / ২০২৪
সব ঈগল সোনালি ডানার হয় না
সব চিল হয় না সুদূর সমুদ্রপারের,
সোনালি ঈগল আর শঙ্খচিলের ছদ্মবেশে
ঘুরে বেড়ায় শকুনির দল।
ওরা চকচকে পোশাক পরে
আসলের থেকেও বেশী আসল রূপে দেখা দেয়
প্রচারের উদগ্র ঢক্কা নিনাদে।
চিনতে চাইলে চেনা যায় তাদের
ছদ্মবেশের আড়ালেতে থাকা
হিংস্র ঠোঁট এবং রক্ত মাখা নখ দেখে।
শ্রীতোষ ১৯/০৩/২০২৪
মীনাক্ষী কে নিয়ে কোন MEME আছে ?
আছে কি সেলিম - সুজন - শমীক কে নিয়ে কোন কার্টুন ?
শিক্ষিত আই টি সেল জানে নেগেটিভ প্রচারও আসলে প্রচার |
আড়াই টাকা পেতে হলে কারোর হেডে ব্রেন থাকা শব্দ গুলো কে
নির্মম আনুগত্যে মাথা পেতে নিতে হয় |
MEME ছড়ায় ওরাই সোশ্যাল মিডিয়া জুড়ে
যারা ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত
সোশ্যাল মিডিয়াকে দুঃচ্ছাই করত |
আজ তারাই MEME করে বিপক্ষের সরব প্রচার করে
পয়সা পাওয়া আই টি সেল
শুধু বলে চলে তোরা শূন্য
আর হাসতে হাসতে দেখে
কত মেমে আসে নেমে
ওদের প্রচারের জন্য |
নিজেদের কথা সংগঠিত ভাবে
মানুষ গুলো বলতে গেছে ভুলে |
এখন তো রিল এর যুগ
পথ নাটকের বিকল্প কি রিল হতে পারে না ?
মেমে র মাধ্যমে নেগেটিভ প্রচার যাক থেমে
নতুন চিন্তা কি মানুষ করতে পারে না ?
এখনও বোধহয় কিছু মুহুর্ত আছে বেঁচে
আওয়াজ তুলতে |
হল্লা বোল - হল্লা বোল -
আমরা আজকের পিট বগ সেনা দল
কোদাল হাতে চলেছি ফিরে
মৃত্যুভূমি থেকে নতুন ঘর বানাবো বলে |
শ্রীতোষ ১১ / ০৩ / ২০২৪