27 March, 2024

নাটক

 নাটক যখন হয়

তখন ক্যামেরা ম্যান এর প্রয়োজন হয়

ঠিক কিনা ?

হঠাৎ করেই 

আজ

"বিশ্ব নাট্য দিবসে

প্রশ্নটা লেখায় এল |

বাস্তব দেখছি অবশ্য

৭০ বছরের পর থেকে

শ্রীতোষ ২৭ / ০৩ / ২০২৪

19 March, 2024

ছদ্মবেশী

 সব ঈগল সোনালি ডানার হয় না
সব চিল হয় না সুদূর সমুদ্রপারের,
সোনালি ঈগল আর শঙ্খচিলের ছদ্মবেশে
ঘুরে বেড়ায় শকুনির দল।

ওরা চকচকে পোশাক পরে
আসলের থেকেও বেশী আসল রূপে দেখা দেয়
প্রচারের উদগ্র ঢক্কা নিনাদে।

চিনতে চাইলে চেনা যায় তাদের
ছদ্মবেশের আড়ালেতে থাকা
হিংস্র ঠোঁট এবং রক্ত মাখা নখ দেখে।
শ্রীতোষ ১৯/০৩/২০২৪

18 March, 2024

তিমিঙ্গিল।

 

যারা যারা করিয়াছে
ইলেক্টরাল বন্ডে গণতান্ত্রিক
সাদা টাকা দান,
পাইয়াছে দাতার সম্মান
(কর ছাড়ে)
সাধারণ মানুষ জেনে রেখো
ওদের
মরিচ ঝাঁপির মানুষ খাওয়া কুমির
আর হলদি নদীতে ভাসা দু পা চেরা বাচ্চা আর
মেয়েদের কাটা স্তন খাওয়া বাঘ গুলোও ভয় করে।
কারণ
ওরা তিমি
আর যারা নিয়েছে তারা তিমিঙ্গিল।
তিমিঙ্গিল দের খিদে অপরিসীম
তারা সব কিছু প্রতিদিন গিলে খেতে পারে
অপরিসীম খিদের জ্বালায়
অর্থ থেকে নারী শরীর এবং
সবচেয়ে বড়
যা ওরা খায় তা হল
সুস্থ চিন্তা।

শ্রীতোষ ১৮/০৩/২০২৪

11 March, 2024

হল্লা বোল

 মীনাক্ষী কে নিয়ে কোন MEME আছে ?

আছে কি সেলিম - সুজন - শমীক কে নিয়ে কোন কার্টুন ?

শিক্ষিত আই টি সেল জানে নেগেটিভ প্রচারও আসলে প্রচার |

আড়াই টাকা পেতে হলে কারোর হেডে ব্রেন থাকা শব্দ গুলো কে

নির্মম আনুগত্যে মাথা পেতে নিতে হয় |


MEME ছড়ায় ওরাই সোশ্যাল মিডিয়া জুড়ে

যারা ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত

সোশ্যাল মিডিয়াকে দুঃচ্ছাই করত |


আজ তারাই MEME করে বিপক্ষের সরব প্রচার করে

পয়সা পাওয়া আই টি সেল

শুধু বলে চলে তোরা শূন্য 

আর হাসতে হাসতে দেখে

কত মেমে আসে নেমে

ওদের প্রচারের জন্য |


নিজেদের কথা সংগঠিত ভাবে

মানুষ গুলো বলতে গেছে ভুলে |


এখন তো রিল এর যুগ

পথ নাটকের বিকল্প কি রিল হতে পারে না ?

মেমে র মাধ্যমে নেগেটিভ প্রচার যাক থেমে

নতুন চিন্তা কি মানুষ করতে পারে না ?

এখনও বোধহয় কিছু মুহুর্ত আছে বেঁচে

আওয়াজ তুলতে |


হল্লা বোল - হল্লা বোল -

আমরা আজকের পিট বগ সেনা দল

কোদাল হাতে চলেছি ফিরে

মৃত্যুভূমি থেকে নতুন ঘর বানাবো বলে |


শ্রীতোষ ১১ / ০৩ / ২০২৪

10 March, 2024

ভালো লাগার যুদ্ধ - ভালোবাসার যুদ্ধ।


 আমার বন্ধুদের মধ্যে মোহন বাগান - ইস্টবেঙ্গল সমর্থক আছেন
তাঁদের কেউ কেউ একই / বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক
আমি একটা সোজা সরল প্রশ্ন রাখছি
আপনাদের কে কে আর একটা ১৬ ই আগস্ট, ১৯৮০ র
পুনরাবৃত্তি দেখতে চান
আগামীর কোন এক দিনে

যারা চান তাঁরা ছড়িয়ে চলুন
ওরা এই করেছে
আমরা তাই এই করব।
কি অসাধারণ যুক্তি

উত্তম ছাউলে - কার্ত্তিক মাইতি
বিশ্বজিৎ কর - প্রশান্ত নস্কর
সঙ্গে আরও ১২ জন ।

আমি তো শালা ঈশ্বর - ভগবান কিছুই মানি না
যদি মানতাম
সব মান আর হুঁশ না থাকা পকিত সমথকদের জন্য
ঈশ্বর - ভগবান (নাকি ভগ ওয়অ্যাঁন) আল্লাড (আল্লা + গড)
এর কাছে পাথনা - ইবাডট - পেয়াড় করে বলতাম
তোরা গোল্লায় যা
যারা ঘৃণা ছড়াস তারা গোল্লায় যা।

মোহন বাগান আর ইস্ট বেঙ্গল
(বর্তমানে তাঁদের কি নাম আমি জানি না)
এরা ভালোবাসায় - শত্রুতায় এক।
এক ছাড়া অন্যে শূন্য।

আমি ডার্বি মানি না (ওটা আমদানি করা)
আমি ঘটি - বাঙালের যুদ্ধ মানি
যদিও তা বানানো যুদ্ধ
ভালো লাগার যুদ্ধ - ভালোবাসার যুদ্ধ।
তাই ১৬ ই আগস্ট, ১৯৮০ এক রক্তে ভরা
দুঃস্বপ্নের অতীত।

প্রতি বছর তো ১৬ ই আগস্টের স্মরণে
রক্তদান শিবির হয়।

যারা ঘৃণা ছড়াচ্ছেন
একে অন্যের পোশাক খুলে নিয়ে
মারধর করে নিজেদের জাস্টিফাই করছেন
ওরা করেছে - তাই আমরা করছি।

ওরা আমাদের - বাঙ্গালদের বাঙালীর কাছে
আশ্রয়ের জন্য চলে আসা নিয়ে
আজও বিদ্রূপ করছে ।
আমরা বিদ্রূপ করছি ওদের বাবু কালচার নিয়ে
অথবা ----


ছেড়ে দিন বন্ধু
১৬ই আগস্টে মরেছিল কি
জীবন - পল্টু নাকি টুটু বোস
মরেছিল তো Bandyopadhyaya Sreetosh / Rana Pratap Sen
চলুক ঘৃণার চাষ মরবে আবার
Bandyopadhyaya Sreetosh কিংবা / অথবা Rana Pratap Sen


সামনের কোন এক ইষ্ট - মোহন / মোহন - ইষ্ট খেলায়
ততদিন পর্যন্ত এইভাবেই ঘৃণার চাষ চলতে থাকুক
নজর রাখুন প্রতিদিন - উসকে দিন
মাচা - লোটা হয়ে গেছে পুরানো
নতুন শব্দ আসুক -

প্রতিটি ম্যাচের পরে লাশ পড়ুক ২ / ১০ টা
মহিলা সমর্থক দের ধর্ষণ করতেই বা বাধা কি
জয়ের আনন্দে বা হারার দুঃখে
তবেই তো জয়ের আনন্দ / হারার দুঃখ
পূর্ণতা পাবে।

ওই ১৬ জনের মৃত্যু সার্থক হবে।
শ্রীতোষ ১০ / ০৩ / ২০২৪
সমস্ত মোহন / ইস্ট অথবা ইষ্ট / মোহন সমর্থক (যাদের মাথায় রয়েছে প্রত্যক্ষ / পরোক্ষ ভাবে অসুস্থ চিন্তার সিস্ট) দের উদ্দেশ্যে।

23 February, 2024

WAITING LIST

 

"এ নিশ্চয় WAITING এ আছে"
বক্তা এক মানুষ
"বেশী দিন থাকবে না
যে রকম হুড়োহুড়ি
WAITING LIST CONFIRM হয়ে যাবে।"
এক বাইক আরোহীর অসাধারণ গতিপ্রিয়তা দেখে
মন্তব্য তাঁর।

রাস্তা পার হওয়ার ক্ষেত্রে মানুষের
অতি চঞ্চলতা দেখে আমি তাই ভাবি
মানুষ গুলো বুঝি প্যাভিলিয়নে যাওয়ার জন্যই
রাস্তায় নেমেছে।
এদের বয়সের কোন সীমা নেই,
অপ্রয়োজনীয় অজুহাতে দৌড়ায় সবাই।

"অপ্রয়োজনীয় অজুহাতে দৌড়ায় সবাই।"
শব্দ গুলো নিয়ে কাটা ছেঁড়া হবে
দৌড়ান (এবং ভবিষ্যতে দৌড়াবেন যারা) মানুষ গুলো
সু যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইবেন
কেন এবং কোন প্রয়োজনে
খোলা ট্র্যাফিক সিগন্যালের মধ্যে
(যখন চলছে গাড়ি)।
দৌড়ান আপনারা - দৌড়ায় ব্যস্ত মানুষ
এমনকি কানে মোবাইল চেপে ধরেও।
পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি কিংবা রাশিয়ার বিধানসভা সদস্য
অথবা আমেরিকার কাউন্সিলরের বাটলার ও
এত ব্যস্ত কি?

গাড়ি গুলোও দৌড়ায় এইভাবে
কমিশন অথবা সেই ধরনের কিছুর জন্য।
দৌড়ান ভীষণ দরকার।
একটা সেকেন্ড - একটা মিনিট
জীবন হারিয়ে যাবে
দুচাকার বন্ধুরা তো আরও ব্যস্ত
একটা সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগেও
তাঁদের ভীষণ ক্ষতি হয়ে যাবে।

আর চলে রেস -
জীবনকে উপভোগ করতে হবে না!!

ট্র্যাফিক সিগন্যাল ভেঙ্গে আপনারা দৌড়ান
দৌড়ায় মানুষ ব্যস্ততায়
আর আনন্দে।

সময়ের খাতা লিখে চলে মৃত্যু  মিছিল
জীবনের আনন্দে
আপনাদের প্রতি একান্ত ভালোবাসায়।

তারপর রাস্তা অবরোধ এবং গাড়ি জ্বালানো আছেই  তো

শ্রীতোষ (রুবি এবং গড়িয়া মোড়ে বাস ধরার অপেক্ষায় যা দেখি তার অভিজ্ঞতায়) ২৩/০২/২০২৪

22 February, 2024

ভুল করেছিলাম

 

পরের ছেলে পরমানন্দ
যত গোল্লায় যায় ততই আনন্দ |
আজকাল বড় বড় - মেজো মেজো - ছোট ছোট 
(শূন্য পাওয়া ছাড়া ) রাজনৈতিক দলের নেতা - হাতা - পাতারা 
গণ পরিবহনে চাপে না |
 
চাপলেও নিজেদের পরিচয় দেয় উচ্চকন্ঠে
তাই গণ পরিবহনের চালকরা ওদের সামনে
নিজেদের মনের কথা বলতে ভয় পায় |
কি ভয়
হয়তো বা কিষেণজি হওয়ার ভয়
হয়তো বা
ব্যপম কান্ডে হারিয়ে যাওয়া মানুষ গুলোর মত
ওরা হারিয়ে যেতে চায় না |
 
আমি গণ পরিবহনে চলতে চলতে
নিজের পরিচয় লুকিয়ে রেখে
ওদের কথা শুনি
শুনতে শুনতে যখন প্রশ্ন বলি
আমাদেরই ভোটে তো এরা শাসক |
সকলের উত্তর এক -

আমরা একবার ভুল করেছিলাম
ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছি বার বার -
হয় আমাদের যেতে দেওয়া হয় না
অথবা কে জানে
১ - ২ - ৩ নাম্বারে বোতাম টিপলেও
সেটা দিনের শেষে
অন্য কোন এক নাম্বারে দেখাচ্ছে কিনা ?
 
লিখলাম কিছু শোনা কথা
প্রমাণ দিতে পারব না
কারণ ভিডিও গ্রাফি করে
সেই মানুষ গুলো কে
কিছু রাজনৈতিক দো পেয়ে জীবের
শিকার হতে দেওয়ার
সামান্যতম ইচ্ছাও আমার নেই ।
শ্রীতোষ ২২ / ০২ / ২০২৪