30 September, 2025
শূন্য শুধু শূন্য নয়
শূন্য শুধু শূন্য নয়
তাই শূন্য কে বড় ভয় হয়
কাদের?
অনুপানিত আর ভঁক্টোঁদের
ওরা
বিজয়ের বিজয় উদযাপন করে
নীরবে নয় সরবে
ওদের পকেট কেটে যারা
দেশ ছেড়ে পালিয়ে যায়
তারাই তো দেশের ভিকাস এনেছে।
তাই ওরা শূন্য দের ভীষণ ভয় পায়।
কারণ
শূন্যরাই তো ওদের সামনে
ওদের শূন্য ভবিষ্যৎ দেখায়।
বলছে মহাদেব
৩০/০৯/২০২৫
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment