25 August, 2025

ইতিহাস

 

একটা বিল এসেছে সংসদে
যেই বিলে বলা হয়েছে
যদি কোন নির্বাচিত মুখ্যমন্ত্রী / প্রধান মন্ত্রী অন্যায় করে জেলে ঢোকেন
৩০ দিনের জন্য জেলে থাকেন
তাহলে তাঁর পদ চলে যাবে
আমি সমর্থন করেছিলাম।
প্রতিটি মানুষ যখন সরকারী অথবা বেসরকারি চাকরী পান
তিনি তাঁর শিক্ষা গত যোগ্যতা দেখাতে বাধ্য।
কি আদেশ এল
মহামান্য আদালত আদেশ দিলেন
প্রধান মন্ত্রীর শিক্ষা গত যোগ্যতা জানতে পারবে না
সাধারণ মানুষ।
বাঃ
অতএব -
এবং অতএব
সিদ্ধান্ত
বাঁদর
হনুমান ই হল ভারতের প্রথম মহাকাশ চারি
শ্রীতোষ
এবং
শ্রীতোষ
২৫/০৮/২০২৫

20 August, 2025

নিজের কথা

 সরকারী কর্মচারী দের ক্ষেত্রে CCS(CCA) Rule আছে
সেই রুল অনুসারে যদি কারো ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণ না হলেও যদি
তাকে ৭২ ঘণ্টার জন্য জেলে যেতে
তাহলে তার বিভাগ তাকে সাসপেন্ড করে।
তারা PUBLIC SERVANT.

নির্বাচিত সরকারী চাকর
সাংসদ / বিধায়ক / পুর প্রতিনিধি
এরাও তো PUBLIC SERVANT
এদের ক্ষেত্রে এই রকম কোন আইন ছিল না।

একটা বিল এসেছে লোক সভায়
৩০ দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব!
একজন সরকারী কর্মচারী হিসাবে
আমি ভীষণ খুশি
এবং আমি চাই
৩০ দিন নয়
একজন সরকারী কর্মচারীর মত
৩ দিন হেফাজতে থাকলেই
মন্ত্রিত্ব যাক
যাক সাংসদ / বিধায়ক / পুর প্রতিনিধি থেকে
সমস্ত নির্বাচিত পদ।
ভাতা থেকে শুরু করে সব সুযোগ কমে যাক
২৫%

যতদিন পর্যন্ত তিনি অভিযোগ মুক্ত না হবেন
ততদিন পর্যন্ত
সমস্ত রকমের নীতি নির্ণায়ক এবং সাধারণ কাজ থেকে বিরত
রাখা হোক তাকে।

যেমন রাখা হয় এক অভিযুক্ত সরকারী কর্মচারীকে।

যদি কেউ প্রশ্ন তোলেন এই আইনের সুযোগ নিতে পারে
কোন _ _ _
(যে কোস্ন তুলে ফেলেছেন "সততার পটি (থুড়ি প্রতীক)
আমি প্রশ্ন করি
প্রতি টি সরকারী কর্মচারী র বিরুদ্ধে ওঠা অভিযোগ কি সত্য
এবং ন্যায় সঙ্গত?

বিশেষ করে বিশ্ব বংগ সরকারে

অতএব একটু খানি হন না
অপমানে PUBLIC SERVANT (আসLLY PUBলিক বSS) রা
সাধারণ সরকারী কর্মচারীদের সমান।

আপনাদের ভয়
আমার মত এক সাধারণ সরকারী কর্মচারীর ভালোলাগা
শ্রীতোষ
এক সাধারণ কেন্দ্রীয় সরকারী কর্মচারী
২০/০৮/২০২৫
(আমি প্রস্তুত এই পোস্টের জন্য আগামী কালই হয়তো
SUSPENSION LETTER পাব এবং কিছুক্ষণের মধ্যেই
হয়তো ফেসবুক COMMUNITY STANDARD ভঙ্গ করেছি বলে
প্রোফাইল উড়ে যাবে)

14 August, 2025

আর্তনাদ

 

আসে ঘটনা যায় ঘটনা অনুপেওনার সাথে
নতুন নতুন ঘটনা দেখি
প্রতি সকাল - রাতে।
গত ১৪ বছরে
৭২ থেকে ৭৭ - এই
৫ বছর ভুলে গেছে
সচেতন মানুষ।
প্রতিদিন কোথাও না কোথাও
অনুপানিত জীবন দখল হয়।
সামনে থাকে ভাণ্ডারের ভাণ্ডারা
প্রতিটি রাত আসে আর চলে যায়
একলা একটা আর্তনাদ হারিয়ে যায়।
একলা একটা আর্তনাদ
চম্পলা
তাপসী
সুজেট
কামদুনি
বারাসাত
১৪ বছরে আরও কত
একলা আর্তনাদ
হারিয়ে যায়
PUBLIC MONEY থেকে
ভান্ডারের ভাণ্ডারা দেওয়ার উল্লাসে।
ওরা ভাণ্ডারা বিলিয়ে
উল্লাস করে।
ঘেউ ঘেউ করান্ন দের
বউ শ্রী রা
কি বলে তা নিজেই জানে না।
আমি অনুপেওনাতে
পাবলিক টয়লেটের উদ্বোধন দেখি
আর প্রতিদিন শুনি
একলা একটা আর্তনাদ
প্রতিদিন
ভাণ্ডারা দেওয়ার উল্লাসে হারিয়ে যায়।
শ্রীতোষ ১৪/০৮/২০২৫

06 August, 2025

 তালুকদার পদবী দেখার পরে

বাং গালি মোক্তার অভিযোগ করে,

নাম তার কি এক মজুমদার

কোন এক দপ্তরে চাকরী তার।


আইন কানুন দেখার পরে

সরকার এর উকিল মামলা ধরে।


আদালতে হবেই বিচার

২১ দফাই দণ্ড তার

উকিল - মোক্তারে আদালত ভরা

সওয়াল - জবাবে আওয়াজ বড় চড়া।

কত রকম আইন পড়া

তালুকদার পদবী কেন

এদেশীয় নয় বিদেশী জান


কত তর্ক - বিতর্ক কত 

দিস্তা দিস্তা কাগজ ভরা

যুক্তি শত শত।

নয় তো তারিখের পরে তারিখ

শুনানি শেষ

একটাই তারিখ।


এবার হুকুম - এবার আদেশ।


 জজ সাহেব শোনান দণ্ড

কলমে লেখেন হুকুম প্রচণ্ড

বিদেশী পদবী ব্যবহার হলে

২১ শে আইনে ২১ ফাইন

২১ দফা হাঁচতে হবে

২১ ইঞ্চি লাফিয়ে যাবে

২১ খানা গাধার পিছে

২১ সপ্তাহ ঘুরবে মিছে

২১ রাতের অমাবস্যায়

গান গাইবে রাসভ গলায়

২১ ঘণ্টা উপোস করে


২১ খানা তেঁতুল দিয়ে


২১ বছর উচ্ছে খাবে


তবেই শাস্তি পুরো হবে


নাহলে অতি সহজ নিয়ম

দেশ ছেড়ে যাও

নাও নির্বাসন


শ্রীতোষ ০৬/০৮/২০২৫