12 September, 2024

উৎসব

উৎসব হোক
নাচন কোঁদন হোক
কালিঘাট থেকে শুরু করে
প্রতিটি অনুপ্রাণিত ঘরে
কামদুনি হয়ে তিলোত্তমা হোক |
শ্রীতোষ ১২/০৯/২০২৪

10 September, 2024

উৎসব কর

 আমি এবার ষষ্ঠী থেকে দশমী অঞ্জলি দেব
উপোষ করে দেব
যে পুজো ৮৫,০০০/- নিয়েছে
সেই পুজো মণ্ডপে দেব।
আমার অঞ্জলির একটাই স্বর
জাস্টিস ফর আর জি কর।
যারা জাস্টিস করাচ্ছিস দেরী
যারা বলছিস প্রতিবাদে নয় উৎসবে আসুন
তাদের প্রতিটি ঘরে ঢুকুক পার্ক স্ট্রিট
কামদুনি - বারাসাত হয়ে আর জি কর
প্রতিটি অঞ্জলি মন্ত্রে মান এবং হুঁশ থাকা
মানুষের মনে এবং কণ্ঠে জাগুক এই স্বর।

আর জি কর কে ছোট্ট ঘটনা বলছে যারা
যারা বলছে অনেক প্রতিবাদ হয়েছে
এবার উৎসবে আসুন
দুর্গা থেকে লক্ষ্মী পুজোর মাঝে
তাদের প্রতিটি ঘরে ঢুকুক আর জি কর - আর জি কর।

কালী পুজোর সময়ে না হয় বাকিরা বলবে
এবার তোরা উৎসব কর - উৎসব কর।
শ্রীতোষ ১০/০৯/২০২৪

09 September, 2024

ডাক

 একটা মৃত্যু দিয়েছে ডাক

আমরা মৃত্যুর বিচার চাইতে 

তুলেছি আওয়াজ

সেই আওয়াজ আমাদের উৎসব

সেই উৎসবে আমরাই থাকব |

কারণ আমরা চিল - শকুনি নই


আপনার উৎসবে আপনিই থাকুন

ভালো থাকুন - শবের উৎসবে থাকুন ।

প্রতিবাদ - প্রতিবাদ প্রতিদিন জাগ্রত হচ্ছে

উৎসব আসছে

এ বছরের দুর্গোৎসব 

আশা করি স্মরণীয় হয়ে থাকবে

মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত

প্রতিটি ঘরের মানুষ তুলবে আওয়াজ

বিচার চাই

আর জি করের বিচার চাই

যারা ধর্ষণের প্রেক্ষিত খুঁজেছিল তাদের ও

বিচার চাই

যারা ধর্ষণ কে 

খদ্দেরের সাথে দরাদরি বলেছিল

তাদেরও বিচার চাই ।

 

দশদিক থেকে উঠছে আওয়াজ

উঠবে আওয়াজ

বিচার চাই - বিচার চাই

মাননীয়া

 মাননীয়া

আমি উৎসবে আছি

কামদুনির অপরাজিতার

পা চিরে দিয়ে যারা ভালোবেসেছিল

আপনি যাদের ফাঁসি আর মৃত্যুদন্ড চেয়েছিলেন

তাদের ফাঁসি আর মৃত্যুদন্ড হয়ে গেছে

তাই আনন্দে আমি এবং আমরা সবাই 

উৎসবে আছি |


২০১১ র আগে অনেক সরকার

এসেছে এবং চলে গেছে

কোন মুখ্যমন্ত্রী কি বলেছে

আমি ধর্ষিতার বাবা - মা কে ক্ষতিপূরণ দিতে চেয়েছি

অর্থাৎ ধর্ষিতার দাম ঠিক করেছি |


তাই তো উৎসবে থাকতে হবে

না হলে কি তিলোত্তমার শ্রাদ্ধে থাকতে হবে

আমি আপনার পাশে দাঁড়িয়ে

উৎসবে আছি |


আপনি দেখতে পারছেন না

আমার চোখ থেকে গড়িয়ে পড়ছে

তিলোত্তমার রক্ত |

প্রতিটি মন্ডপে প্রতিটি দূর্গার 

তিনটি নয়ন থেকে ঝরছে

তিলোত্তমার রক্ত |


এবার মানুষ উৎসবে আছে

জাস্টিস ফর প্রেক্ষিত

জাস্টিস ফর কামদুনি

জাস্টিস ফর উন্নাও - হাথরাস চেয়ে

R S S এর দূর্গার সামনে বিচার চেয়ে

 দাঁড়িয়ে আছে

সবাই বলছে

আমরা আছি উৎসবে।


তাই আমাদের উৎসবের স্বর

জাস্টিস ফর আর জি কর |

শ্রীতোষ ০৯/০৯/২০২৪

08 September, 2024

খোলা চিঠি

 পশ্চিমবঙ্গ তথা বিশ্ব বঙ্গের সমস্ত পুজো কমিটি সমীপে

এক মান এবং হুঁশ থাকা মানুষের একান্ত নিবেদন

মাননীয় / মাননীয়া

২০১১ সালের আগে পর্যন্ত আপনারা দুর্গা পুজো কেন কোন পুজো উপলক্ষ করে রাজ্য সরকারের (তখন কার পশ্চিম বঙ্গ) সরকারের কাছ থেকে সরকারী ভাবে কোন অনুদান পেতেন কি? যদি পেয়ে থাকেন অনুদানের সংখ্যা এবং কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার প্রমাণ দেবেন এই আশা রাখি। 

যদি না পেয়ে থাকেন তাহলে কি ভাবে দুর্গা পুজো করতেন? 

আপনারা বিদ্যুৎ বিলে কোন ছাড় পেতেন কি?

পেয়ে থাকলে একই ভাবে প্রমাণ দেবেন - এই আশা রাখি।


যদি না পেয়ে থাকেন 

তাহলে কিসের প্রত্যাশায় - কোন অধিকারে এই অনুদান গ্রহণ করছেন?

আপনারা মা দুর্গার আরাধনা করতেন 

মানুষের কাছ থেকে পাওয়া সাহায্য নিয়ে

মানুষের অংশ গ্রহণে এই আরাধনা পূর্ণ হত।


আজ মা দুর্গা অসুরের হাতে ছিন্ন - বিচ্ছিন্ন হয়েছে

দুর্গার চোখে সেদিন অসুরের নয়

নিজের রক্ত ছিল।

অসুর চেয়েছে সেই রক্ত কেন ঝরেছে

তার প্রমাণ লুকিয়ে ফেলতে

আবার অসুর চাইছে বিচার।


হিমালয় আর মেনকা

১০,০০,০০০ ছুঁড়ে দিতে পেরেছে

যারা পার্বতীর পুজো করে

তারা ৮৫,০০০/- ছুঁড়ে ফেলে দিতে পারছে না

ওই ৮৫,০০০/- ছাড়া যদি ২০১১ র আগে 

পার্বতীর পুজো হয়ে থাকে 

তাহলে এখন কেন হতে পারে না?


একমাত্র তখনই হতে পারে

যখন যারা পুজো করবে তারা বলবে

তাদের বাড়িতে কোন কার্ত্তিক - গণেশ

লক্ষ্মী - সরস্বতী নেই 

নেই কোন পার্বতী।


আজকের এই দিনে তাদের পরিবার চূড়ান্ত নিরাপদ - নিশ্চিন্ত।


আমি এক অসময়ের মানুষ

যে রাস্তায় ছবি আঁকতে পারি না

কলমে ছবি আঁকার চেষ্টা করি।


আজকের এই সময়ে

এইটুকু ছবি আঁকলাম।

শ্রীতোষ ০৮/০৯/২০২৪

05 September, 2024

যুক্ত কর

 

ভীষণ বিষাক্ত সাপ টাকে ধর
জাস্টিস ফর আর জি কর।
কল কাকলি যুক্ত কাঞ্চন
সাধারণ মানুষের করের টাকা থেকে পাওয়া
ভাতা থেকে নিজেদের আগে মুক্ত কর
তারপর না হয় জিজ্ঞাসা করিস
ওরা সরকারী সুবিধা নিয়েও প্রতিবাদ করছে কেন?
কেন বলছে জাস্টিস ফর আর জি কর
নিজেদের জ্ঞান টাকে আগে মুক্ত কর।
করবি কি করে
সব কাঞ্চন সোনা হয় না
সব কাকলি পাখির ডাক হয় না।
নিজেদের আগে মুক্ত কর - মুক্ত কর।
না হলে বার বার হবি যুক্ত কর -
শ্রীতোষ ০৯/০৫/২০২৪

02 September, 2024

 নির্ভয়া পারে নি

পারেনি 

খদ্দেরের সাথে দরাদরি করে

কবরে শুয়ে থাকা সেই শরীর

যার জন্য প্রেক্ষিত খুঁজেছিল

সুশীল সুবোধ নিলাজনৈতিক

বিষইষ্ট জন |

অপরাজিতাও হেরে গেছে |


তবুও মানতেই হবে

আজ তোমারই জন্য

নিজের বিরুদ্ধে নিজেই বিচার চাইছে

কাঞ্চন কুঞ্চিত কল কাকলি সম্ভূত

অরাজনৈতিক নিলাজ সমাজ |


তাই এক রাজনৈতিক মানুষ আমি

চেঁচিয়ে বলছি

প্র্তিটি পথে হাঁটা মানুষ বলছে

আমরা রাজনৈতিক সরকারের কাছে

বিচার চাই |


না হলে তো 

আমার  বাড়ির মেয়ে হয়ে

ওদের বাড়ির মেয়ে হয়ে

পিট বগ সৈন্য হয়ে

যেদিন তুমি আসবে তিলোত্তমা

তোমার বিচার চাওয়ার জন্য

আমার এবং ওদের পাশে কেউ ই থাকবে না।


তিলোত্তমা

তোমার রক্ত ঝরা চোখ

জাগাচ্ছে ভয়

ভয় থেকে জাগছে প্রতিবাদ

প্রতিবাদ সূচনা করে বিদ্রোহের

বিদ্রোহ জন্ম দেয় বিপ্লবের 

বিপ্লব জন্ম দেয় চেতনার।


এক মৃত্যু জন্ম দিল চেতনার I


প্রতিটি প্রতিবাদ মিছিলে

প্রতিটি কন্ঠে সেই চেতনা আজ সত্য

রাজনৈতিক চেতনা |

মার্টিন নেই মুল্যারের কবিতা

আজ প্রতিটি মিছিলে সত্য

আজকে যদি তিলোত্তমা র পাশে আমরা না থাকি

তাহলে 

আগামীতে আমি এবং আমরা একা হয়ে যাব।


তাই প্রতিটি মিছিল 

আজ পিট বগ সেনাদল

প্রতিটি প্রতিবাদ

আজ নেইমুল্যারের কবিতা |


রাজনৈতিক সরকারের বিরুদ্ধে 

পথে নামা 

বিচার চাওয়া 

প্রতিটি মিছিল থেকে

জন্ম নিচ্ছে আর এক মিছিল৷


নো পাসারণ

এ মিছিল যাবে না ফিরে


শ্রীতোষ ০২/০৯ / ২০২৪