08 October, 2023

কিন্তু আজ ------

 কবি বলেছিলেন 


"কারা বলছ সামনের পথ অন্ধকার
পৃথিবীর বুকে সূর্যকে টান টান করে বেঁধে
আমরা পথ হাঁটি।"

কবি তুমি আজ লিখতে -
কে বলছ সামনের পথ সূর্যের আলোয় ভরা
আইনের দেবীর দু চোখ ভরা অন্ধকারে
আমাদের পথ চলা।

কবি তুমি লিখেছিলে


“তোমরা যদি বলো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়
আমি মানবো না।
তোমরা যদি বলো মাথা নীচু করে বাঁচা যায়
আমি মানবো না।
যে সারাক্ষণ চাবুকের অপেক্ষায় পিঠ পেতে থাকে,
তাকে যদি মানুষ বলো
আমি মানবো না।“

আজ হয়তো সাধারণ মানুষ বলছে


আমরা যদি ভাবি কোন এক স্থানে ন্যায় বিচার পাওয়া যায়
আমরা মানব না
আমরা যদি ভাবি কোন না কোন এক স্থানে অত্যাচার হারে
আমরা মানব না
যে সারাক্ষণ ন্যায় বিচারের অপেক্ষা করে থাকে
তাকে যদি মান + হুঁশ থাকা জীবিত প্রাণী ভাবো
আমরা হয়তো সেটাও মানতে রাজি নই।

তুমি বলেছিলে (আজ হয়তো সমাজের নির্বুদ্ধি জীবী মানুষ ও বলছে)

“বরং
আমি বলবো
তার থেকে সেই অসুর হওয়া ভালো,
যার এক পা সূর্যে
এক পা মর্ত্যে দিয়ে
আকাশে মাথা ঠেকিয়ে দাঁড়াতো।“

আমরা হয়তো বলছি

বরং তার চেয়ে সেই মান + হুঁশ থাকা মানুষ হওয়া ভালো
যারা দু হাত মুঠো করে প্রতিবাদ করতে জানে
যে প্রতিবাদ কোন এক দিন হয়ে ওঠে প্রতিরোধ
প্রতিরোধ আনে বিদ্রোহ
বিদ্রোহ আনে বিপ্লব
বিপ্লব আনে শান্তি।

আমরা তাই হয়তো বলছি
দোহাই দোহাই তোমাদের
আমাদের আজ আর ন্যায় – নীতির গান শুনিও না
তোমাদের ন্যায়ের দেবীর দু চোখ ঢাকা কালো পর্দায়
দাঁড়িপাল্লায় কি চাপানো হচ্ছে দেখতেই পারেন না।

যদি সেই গান শুনিয়ে যাও
তাহলে একদিন
আগামীর মানুষ দেখবে শান্তি
বর্তমানের তোমরা কি দেখবে?

আমরা শুধু বলি

তোমরা দেখবে


একদিন ওরা এসেছিল ----

তারপর দেখলাম ওদের আসতে----

আরেকদিন ওরাই এল -----


আজও  ওরা এসেছে ---


 কিন্তু আজ ------


শ্রীতোষ। ০৮/১০/২০২৩
বরং অসুর হওয়া ভালো : অভীক গঙ্গোপাধ্যায় লেখাটিকে স্মরণে এবং লেখার মধ্যে রেখে।

No comments:

Post a Comment