16 October, 2019

Community Standard of Facebook

I think that, this post will not VIOLATE THE COMMUNITY STANDARD OF FACEBOOK.

একটা কথা বলতে ইচ্ছা করছে
গাড়ি - বাড়ির বিক্রি নাকি কমেছে
শুনছি
বিক্রি বাড়ানোর জন্য
সরকার নাকি অনেক কর
বড় ব্যবসায়ীদের ছাড় দিয়েছে
ভালো কথা ।

যারা কিনবে সরকার কি
তাঁদের কথা ভেবেছে
যদি রোজগার না থাকে
তাহলে মানুষ কিনবে কি করে?
পকোড়া আর চপের দোকান
দেবে কি করে?

১০০ কোটির বেশী ধার যাঁদের
তাঁদের তো ধার মাপ হয়ে গেছে
ব্যাংক তো শূন্য আজ
কোটি পতিদের ধার মাপ করে.

সরকারী চাকরী নেই
বিক্রি হছে আকাশ
(এয়ার ইন্ডিয়া)
বিক্রি হচ্ছে অস্ত্র কারখানা
বিক্রি হচ্ছে অপু - দুর্গার
সেই রেল পথ
Sale - Sale - Sale

আমি এক সাধারণ মানুষ
দেখি
মাঝে মাঝে প্রশ্ন করি
উত্তর পাব না জেনে।
মহাদেব - ১৬/১০/২০১৯

No comments:

Post a Comment