13 December, 2016

আমি ভাসছি আনন্দে
আমি সেই ৯ অথবা ১৪
কিংবা ১৮ র মেয়ে
তোমরা হেঁটে যাও
আমাদের পাশ দিয়ে
অথবা ধুয়ো উড়িয়ে যায় চলে
তোমাদের গাড়ি ।


আমি সেই রাস্তার মেয়ে
বয়স ৯ থেকে ১৮ আমার !
ফুটপাথে ঘর !

রাতে অন্ধকারে তুমি আস
তোমার গাড়ির ভিতরে তখন
তুমি ছাড়া আছে তারাও
যারা হেঁটে চলেছিল
আমাদের পাশ দিয়ে –
অবজ্ঞায় তাকিয়ে।

ভিতরে উৎসব – রাতে
ফোয়ারা ছুটেছে ভাই –তাই
এক শরীর বড় দরকার
নারী অথবা পুরুষ শরীর
৯ থেকে ১৪ কিংবা ১৮ র
কচি শরীর !
আমাদের তুলে নাও -
সে আমি পড়ে থাকি না কেন
পার্ক ষ্ট্রীটে
অথবা এক্সাইড মোড়ে
অথবা ধর্ম তলার নামী হোটেলের
সামনের ফুটপাথে !

এ শহরের দামী ফুটপাথে
তোমাদের গাড়ি এসে দাঁড়ায়
আমাদের দিকে চেয়ে থাকা
জানলার কাঁচ নামে,
আঙ্গুল ইশারা করে -
আমরা ইশারায় চলি -
আঙ্গুল দরজা খোলে
আমরা ঢুকে যাই ,
মনে আনন্দ !

টাকা জুটবে কিছু - আর
জানি সকালে এ শুকনো  শরীর দেখে
তোমাদের জাগবে ঘৃণা –
প্রয়োজন মিটে যাওয়া এ শরীর ছুঁড়ে ফেলে দেবে রাস্তায়
যেমন করে তোমরা তোমাদের
খাওয়ার উচ্ছিষ্ট ছুঁড়ে ফেল
কুকুর – কাকের জন্য
তোমাদের বাড়ির সামনে।

জানো
কাল সকালে আমার ভাই
পেট পুরে ভাত খেতে পাবে
আমার রুগ্ন বাবা একদিনের জন্য
রাস্তায় বার হয়ে ঠেলা চালানো র
থেকে মুক্তি পাবে না – তবুও
আমার শরীরের বিনিময়ে
রোজগার করা টাকায়
সে দশটা মিনিট
নিশ্বাস ফেলতে পারবে।
একটু খানি মুড়ি খেতে পারবে।
তাই আমরা তোমাদের উচ্ছিষ্ট হয়ে যাই।

তবুও জেনে রাখ
এ জীবন বেঁচে আছে
তোমাদের মৃত্যুর আনন্দে
আমার শরীরে যে রোগ দিয়েছ
তোমরা - জানি আমরা
তাই আমরা নিঃশব্দে নীরবে
যারা ফুটপাথে বাঁচি
৯ থেকে ১৪ অথবা ১৮
নিজেদের দু পা উন্মুক্ত করি
তোমাদের জন্য ।

তোমাদের জন্য
আমাদের মৃত্যু পাঠাই
তোমাদের আগামী প্রজন্মের জন্য
আমরা তো মরবই
তোমরা বাঁচবে কেন
কারণ
তোমরাই তো আমাদের মানুষ
বলে ধর নি
কে দিয়েছে তোমাদের বাঁচার অধিকার ?
আমরা তোমাদের সামনে কোন প্রশ্ন রাখি নি
প্রশ্ন রাখে নি সেই মেয়েটা
যার সামনে আজ রাত্রেও
ফুটপাথে
গাড়ির হর্ন বাজবে !
তারপর -
শ্রীতোষ ১২/১২/২০১৬

No comments:

Post a Comment