20 January, 2015

আশা



পৃথিবীতে -

প্রলয় না হলে
সৃষ্টি হয় না।

যেমন -

অন্ধকার না থাকলে
আলোকে চেনা যায় না।
বিরহ না থাকলে
মিলনের সুখ পাওয়া যায় না।
কান্না না থাকলে
হাসির মর্ম বোঝা যায় না।
আঘাত না থাকলে
ভালোবাসা পাওয়া যায় না।

ঠিক তেমন টি -

শোষণ না থাকলে
বিপ্লবীর জন্ম হবে কি করে ?
বিপ্লবীর জন্ম না হলে
স্বপ্ন দেখবে কি করে ?
স্বপ্ন না দেখলে
বিদ্রোহ আসবে কি করে ?
বিদ্রোহ না এলে
সমাজ বদলাবে কি করে ?
সমাজ না বদলালে
শোষণের শেষ হবে কি করে ?

আর তাই

পৃথিবীর প্রতিটা মানুষ স্বপ্ন দেখে
দু – বেলা পেট ভরে খাওয়ার স্বপ্ন।

No comments:

Post a Comment