20 June, 2023

 

Bandyopadhyaya Sreetosh is feeling wonderful with Surita Banerjee.

আজকে ২০২৩ সালের ১০ই জুন
আমার সত্যিকারের গৃহ প্রবেশ হল।
অবশ্যই এই ফ্ল্যাটে ঢুকেছি
২০০৬ সালের জুন মাসের কোন এক দিনে
দিনটা মনেও নেই
পুজো – কুঁজো হয় নি সেদিন।
আনন্দ ভাগ করে নিতে
ডেকেছিলাম প্রিয়জনদের
আগস্টের ১৫ তারিখ।
জানতাম ওই দিন কেউ বলতে পারবেন না
আমার অফিস আছে।
তার আগে চলে গেছে অজস্র সময়
নিজের চোখের সামনে যে বাড়ি তৈরি হতে দেখেছিলাম
যে বাড়ির পিছনে নিজের ঘাম ঝরান পয়সা খরচা করেছিলাম
কোন এক সময়ে অফিস থেকে ধার করেও,
সেই বাড়ি থেকে
কোন একজনের অহংকারের কারণে হয়েছিলাম বিতাড়িত।
১ বার নয় বার বার অকারণে – সেই অহংকারের কারণে
যার নীতিঃ
আমি “বিষমার্ক”
৫ টা বল নিয়ে খেলব
সব সময় ৩ টে বল থাকবে উঁচুতে
২ টো থাকবে হাতে
আমি কিছু লোকের কাছে ভালো হব।
তারপর –
এল আজ
মাঝখানে চলে গেছে বহু সময়
ডিপ্রেশনে গেছিলাম
সঙ্গে ছিল প্রিয় বন্ধু সুরিতা।
ফিরিয়ে এনেছে অন্ধকার থেকে
বহু পরিশ্রমে
তাই আমি লিখতে পারছি এই অক্ষর গুলো।
আজ বলি,
শুনেছি পরিজনদের কাছে
অহংকারী মানুষ টা সেই বাড়ি বেচার পয়সায় / -----
আজ একাকী বৃদ্ধাশ্রমে
কোন আত্মীয় কি আছে সেই বৃদ্ধ আশ্রমে যাবে
অথবা কেউ কি যেতে চায়?
বয়স তো হয়েছে অনেকেরই
হয়তো বা সম বয়সী কিংবা বড় অথবা একটু ছোট!!!!!
আমি দলিল নিয়ে ঢুকলাম আমার নিজের ফ্ল্যাটে।
গল্পটা এখানেই শেষ নয়
গল্পটা হল নতুন করে শুরু।
নিঃসন্তান আমরা
যাব কোন বৃদ্ধাশ্রমে হয়তো কিংবা নয়তো
যদি যাই
তবুও থাকব সকলের সাথে মিলে মিশে।
সেটা ভবিষ্যৎ।
এতদিন নিজের ফ্ল্যাটে বসে কোন কিছু বলতে পারি নি
লিখতে পারি নি।
এটাই বাস্তব ছিল।
আর আজকে –
নিজের ফ্ল্যাটে বসে লিখলাম
এক সাধারণ গ্রাজুয়েট এবং তাকে ভরসা করে
তার সাথী হওয়া এক অসাধারণ মেয়ের জয়ের কথা।
শ্রীতোষ এবং সুরিতা ১০/০৬/২০২৩
“একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুই জনে--
গাহিবে একজন খুলিয়া গলা, আরেক জন গাবে মনে।“
এই যুদ্ধে আমাদের অনেক আত্মজন এবং আরও অজস্র মানুষ আমাদের সঙ্গী ছিলেন (যাঁদের মধ্যে অনেকেই আজ আর নেই), তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা এবং প্রণাম। এই ভাবেই আপনারা থাকুন আমাদের সাথে।

No comments:

Post a Comment