09 November, 2022

জন্ম দিন (১৮)

 

জন্মের পর কতটা মুহূর্ত পার হলে
১৮ বছর বয়স ছোঁয়া যায়
আমরা গুণতে পারি নি
তবে যেদিন থেকে পড়েছি সেই শব্দগুলো
সেদিন থেকে স্বপ্ন দেখেছি
একদিন সবাই আঠারো হবে।
 
আজ তুমি আঠারো
আমাদের ইচ্ছা
আজ থেকে
যতদিন পৃথিবীর পথে চলবে
তুমি আঠারো বছর বয়স হতে পার।
 
স্পর্ধায় নাও মাথা তুলবার ঝুঁকি
তোমার জীবনের সব স্বপ্ন
বাস্তবের রুক্ষ মাটির আঘাতে
কাঁদতে ভুলে যাক।
তোমার জীবনে আগামী প্রতিদিন
প্রতি মুহূর্তে
আঠারো আসুক নেমে।
 
সুন্দর আছো – সুন্দর থেকো
পৃথিবীকে স্বপ্ন দেখিয়ে রেখো
তোমার মনের সকল চাওয়া
জাগুক পৃথিবীর হৃদয় জুড়ে
তোমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আঠারো জাগুক বিদ্রোহ ভরে।
 
যতদিন বাঁচবে আঠারোকে মনে রাখবে
অন্যায়ের বিরুদ্ধে স্পর্ধায় মাথা তুলবে।
 
আঠারো বছর বয়স না হলে যে
বাঁধন ভাঙ্গা যায় না
বাঁধন না ভাঙ্গতে পারলে
প্রভাত সূর্য আর অস্তগামী সূর্য কে চেনা যায় না
তাই আঠারো বছর বয়স
বাঁধন ভাঙ্গা এক উল্লাস
আঠারো বছর বয়স
এক দায়িত্ব
আঠারো বছর বয়স
একাকী নিভৃতে কাঁদে
আঠারো বছর বয়স স্বপ্ন দেখে।
 
স্বপ্ন না দেখতে পারলে তো
আঠারোয় পা দেওয়া যায় না
স্বপ্ন না দেখতে পারলে
হীরক রাজার দেশে
সিনেমা হয়েই েথেকে যায়।
তুমি আজ আঠারো
তুমি

“উদয়ন পণ্ডিত” হয়ে ওঠ।।
 
শ্রীতোষ
 
এই শব্দ গুলো কোন এক দিনে লেখা হয় নি, ফলে তারিখ দিতে পারলাম না।
 
৭ই নভেম্বর ২০২২ ছিল আমাদের সোনা মা বা Kosturi Sarker এর ১৮ তম জন্মদিবস। দার্জিলিং থাকাকালীনই Surita Banerjee র দাবী তোমাকে কিছু একটা লিখতে হবে। আমি বলি "খেপেছ! সুকান্ত ভট্টাচার্যের পরে ১৮ বছর বয়স নিয়ে বাংলায় কোন লেখা আমি অন্তত পড়ি নি"। এর পরে নেট সার্চ করেও দেখিয়ে দিলাম কিন্তু তিনি অনড়। ফলে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে নেমে পড়লাম (পাঠক দেখবেন রুদ্র মহম্মদ শহীদুল্লাহ এর শরণ ও নিতে হয়েছে)। তার ফল উপরের শব্দ গুলো। আশা করি, প্ল্যাগারিজম এর দায়ে পড়ব না।

No comments:

Post a Comment