10 June, 2021
বাস্তব
উন্নয়ন দরকার তো?
দীঘা - মন্দার মণি - চারধাম - শিলিগুড়ি রংপো রেলপথ প্রতিটি জায়গার উন্নয়ন দরকার। গাছ কাটো - ইট কংক্রিটের জঙ্গল বানাও। অবশ্য উন্নয়নের কারবারীরা বলে ১ টা গাছ কাটলে ১০ টা গাছ লাগিয়ে ক্ষতি পূরণ করে দেওয়া হচ্ছে তো (মানে একটা ২০ বছরের গাছ যতখানি জমি ধরে রাখতে পারে ১০ টা চারাগাছ তত খানি জমিই ধরে রাখতে পারে - বাকি সব নিয়ে কথা বললে চারাগাছ গুলোও অট্ট হাসি হাসবে)
ঠিক সেই রকম হল ------
শরীর টাও না হাসছে।
একটা "যশ" বা ওই ধরনের কোন দুর্যোগ পৃথিবীর (এলাকার) শরীরটা কে কি করে দিচ্ছে সেটা তো দেখতেই পারছি।
তখন চিৎকার ছিল উন্নয়ন - উন্নয়ন (এখনও চলছে)
একদিন শরীর টারও সেই অবস্থা হবে
পাতি সর্দি - জ্বরেও হয়তো ----------------
আমরা বড় শিক্ষিত তো
আমরা ভালোবেসে ধ্বংস করি
প্রকৃতিকে
আমরা আজ আরও বেশী করে ধ্বংস করছি
নিজের শরীর কে।
২০১০ সালে বলা কিছু কথা আজ ২০২১ শে বড় বাস্তব।
২০২১ শে লিখে যাওয়া এই শব্দ গুলো হয়তো ২০৩১ এ আরও বেশী নির্মম বাস্তব হবে।
২০১০ এর প্রোফাইল টা আজ আর নেই
২০৩১ শে হয়তো এই প্রোফাইল টাও থাকবে না
হয়তো বা আমিও থাকব না।
তবে এটা নিশ্চিত
উপরে লেখা এই শব্দ গুলো
নির্মম বাস্তব হয়ে থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment