12 January, 2021

উত্তর

 

বন্ধুরা একবার একটু উত্তর দিন না
পৃথিবীর ১০০% অন্ধ মানুষের জন্য
মাত্র ১ টি মানুষ লিখেছিলেন বর্ণমালা
মাত্র ১৫ বছর বয়সে
সংখ্যার হিসাবে তিনি
পৃথিবীর কত শতাংশ?
 
বন্ধুরা আবার একটা প্রশ্ন করুন না
যে মানুষটার জীবন কাটল
হুইল চেয়ারে বসে
তিনিই তো করলেন
মহাকাশের তত্ব রচনা।
সংখ্যার হিসাবে তিনি পৃথিবীর মানুষের
ঠিক কত শতাংশ?
 
আরও একটা প্রশ্ন জাগিয়ে দিন
যে মানুষ টা বলেছিল
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে
সেই মানুষ টা সেই দিন
পৃথিবীর মানুষের মধ্যে ঠিক
কত শতাংশের অধিকারী ছিল?
 
আর আজ পৃথিবীর
ঠিক কত শতাংশ মানুষ
তাঁর মত মেনে চলে?
শতাংশ নিয়ে প্রশ্ন উঠলে কি
শতাংশের হিসাব চাওয়া যায় না?
বিদেশ ছেড়ে দেশে আসি?
 
একজন মানুষ বলেছিলেন
""আমিই সে" - "সোহং"
তিনি ভারতের মানুষের মধ্যে
ঠিক কত শতাংশ ছিলেন?
আজ ঠিক কত শতাংশ মানুষ
তাঁর মত মেনে চলে?
 
"মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্।।"
এই শব্দ গুলি যিনি উচ্চারণ করেছিলেন
তিনি ভারতের ঠিক কত শতাংশ মানুষ ছিলেন?
আজ রাম নিয়ে কত শতাংশ মানুষ আবেগে বিহ্বল?
 
অনেক শতাংশ প্রশ্ন দেখি?
শতাংশ তুলে উত্তর দিতে দেখি না।
তাই কিছু শতাংশের প্রশ্ন তুললাম
আর শতাংশের উত্তর ও দিতে চাইলাম।
 
আসলে সত্য এর শতাংশ যদি বর্তমান সময়ে
১০০ কোটি ভাগের এক ভাগও হয়
তবু ও ইতিহাস প্রমাণ করেছে
সত্যের শতাংশ আগামী পৃথিবীর
১০০ শতাংশ হয়।
শ্রীতোষ ১২/০১/২০২১

No comments:

Post a Comment