04 September, 2020

ভাড়ট

 

ভারত বড় চিন্তায় আছে
অর্থাৎ কিনা এক জন ভারতীয়
বড় চিন্তায়
সুশান্ত রাজপুতের মৃত্যু
হল কেমন করে
নায়ক - নায়িকারা মাদক নেয়
কি করে
এই সব নিয়ে
ভারত বড় চিন্তায় আছে
 
 
সেই ভারত বড় চিন্তায় আছে
জড় ভারত যারা
যারা মিডিয়ার কথায় নাচে
আসলে আজকে সেই ভারত কে
আমরা ভারত হিসাবে দেখছি
যারা ক্রিকেটে বিশ্বকাপ জিতলে ভারত
গলা ফাটায়
আতসবাজি ফোটায়
অথবা খুশী হয়।
 
সেই ভারতের আনন্দে চাপা পড়ে যায়
সেই মুহূর্তে
কোন কৃষকের
অথবা শ্রমিকের
অথবা শিক্ষার্থীর
অথবা এক শরীরের
আর্তনাদ
যে হয়েছে ধর্ষিত অথবা ধর্ষিতা
যে শরীর হয়তো বা শেষ হয়ে যায়!।।
 
(বাকি ভারতের কথা
আমি অবশ্যই বলছি না)
শিক্ষিত ভারত তখন আনন্দে নাচে
আনন্দে নাচে
মেট্রোপলিসের উজ্জ্বল আলোয় থাকা ভারত!
 
সেই ভারত আজ বড় খুশী আছে
আজও সে ভারত ভাবছে সব কিছু
ঠিক পথে চলছে।
আজও সে ভারত ভাবছে
এ ভারত বড় ঠিক কথা বলছে।
 
সে ভারত আজ নির্মম ভাবে
তার সহ নাগরিক কে বলছে,
"তুমি যদি আমার কথা না বল
তাহলে তুমি ভারতীয় নও -
এ ভারতে কোন স্থান নেই তোমার!
হতে পারে তোমার আছে ভোটার কার্ড
হতে পারে তোমার আছে আধার কার্ড
হতে পারে তোমার পরিবারের কেউ
জীবন দিয়েছে সীমান্তে
তার জন্মভূমি বাঁচাতে।
তবুও তুমি যদি আমার কথা না বল
যা আমি বলি
তোমার পয়সা খরচা করে
তাতে সম্মতি না জানাও
 
তাহলে তুমি ভারতীয় নও"
 
তাই
অধিকার আছে আমার
কারণ আমি মনে করি
আর যেহেতু আমি মনে করি
তুমি ভারতীয় নও
 
তোমার মা - বোন কে উদ্দেশ্য করে
সামাজিক মাধ্যমে অশ্লীল মন্তব্য করার
তাদের ধর্ষণ করার ডাক দেওয়ার
অধিকার আছে আমার
 
কারণ আমি জানি
আমার মতের বিরুদ্ধে
যুক্তি সঙ্গত আলোচনা না করার
সমস্ত অধিকার আমার আছে
অধিকার আছে খিস্তিতে
যুক্তি ঢেকে দেওয়ার।।
 
তাই আমি সুশান্ত রাজপুত
রিয়া চক্রবর্তী
বলিউডের মাদক যোগ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
ইত্যাদি এবং ইত্যাদি নিয়ে
বড় চিন্তায় থাকি।
 
অন্য সব কথা শুনতে গেলেই
অন্য কোন প্রশ্নের উত্তর ভাবতে  গেলেই
ফিরে আসে সে প্রশ্ন
আমার কাছে
যার নেই কোন উত্তর
আমার নিজের বিবেকের কাছে।
 
সেই জন্যই
আসলে সেই জন্যই
সবচেয়ে বড় কথা
যদি তুমি প্রশ্ন কর
একটাও প্রশ্ন কর
তাহলে তুমি
দেশদ্রোহী!
 
কারণ
 
ভগবান দেশ বাঁচাচ্ছেন
প্রশ্ন সইতে পারেন না
সেই জন্যই আমি আছি বসে
ট্যুরিজম ব্যবসা নিয়ে
তোমাকে পাকিস্থানে অথবা চিনে পাঠাবে বলে
কত কমিশন পাই আমি
জিজ্ঞাসা কোর নাকো।।
 
করলেই 
 
আমি
 
তোমার পরিবারের মহিলাদের
শরীরের মাপ কল্পনা করে
সামাজিক মাধ্যমে ছড়াব
আসলে আমি তো
সে কাজেই অভ্যস্ত
যাকে বলে
"অজাচার"
 
আমীঈ তো বর্তমানের প্রকৃত ভারত।
নির্ভরশীল ভারত
শ্রীতোষ ০৪/০৯/২০২০

No comments:

Post a Comment