01 November, 2019

কিছু কথা - লিখছেন মহাদেব দেবশর্মণ

আপনাদের কলমে অথবা কি বোর্ডে লেখা প্রতিটি প্রতিবাদী অক্ষর মহাদেবের জন্মমুহূর্ত -

আপনারা মানুষের মানুষ হয়ে বাঁচার দাবীতে পথে নামেন যে দিন

যে দিন আপনারা সকলে পথে নামেন এন আর সি র বিরুদ্ধে - প্রতিবাদ ধ্বনিত হয় রাণু চ্ছায়া মঞ্চে,


যেদিন অ্যানা ফ্রাঙ্কের মৃত্যু হয়;


যেদিন ভিক্টর জারা নিজের থেঁতলে যাওয়া আঙ্গুলে হাতে তুলে নেন গিটার;


যে দিন জোয়ান অফ আর্ক কে পুড়িয়ে মারা হয়;


যে দিন নন্দন ভট্টাচার্যের কলমে আসে স্পর্ধা জঙ্গম এর সেই দৃশ্য 

যখন নাজি শাসকের পায়ের তলায় পিষ্ট শিল্পীর আঙ্গুল 
আবার তুলে ধরে রং তুলি তাঁর পরবর্তী প্রজন্মের হাত ধরে;

যেদিন সক্রেটিস পান করেন তীব্র বিষ;


হে মার্কেটের দিন;


মহাদেবের জন্মদিন ভারতের প্রথম রেল স্ট্রাইকের দিন;


মহাদেব জন্মেছে কৃষকের লং মার্চে - যে মায়ের পায়ের ছাল উঠে গেছিল তবুও যাত্রা থামেনি
সেই মায়ের গর্ভে যাত্রা শুরু হওয়ার দিন;


সফদার হাসমির রক্তে রাঙা শরীর লুটিয়ে পড়েছিল রাজধানীর রাজপথে
মালালার শরীর ধন্য হয়েছিল প্রতিবাদী রক্তস্নানে;
অভিজিৎ - ওয়াসিকুর - বিজয় - গৌরী লঙ্কেশের রক্ত রাঙা শরীর আওয়াজ তুলেছিল
"হল্লা বোল - হল্লা বোল"
সদ্য জন্মানো মহাদেব সেদিন তুলেছিল আওয়াজ
হল্লা বোল - হল্লা বোল


প্রতিবাদের প্রতিটি দিন
মহাদেব দেবশর্মণের জন্ম দিন


মহাদেব আছে প্রতিটি প্রতিবাদী মানুষের চেতনায়
আপনাদের সকলের প্রতি রইল মহাদেবের প্রণাম।

No comments:

Post a Comment