23 October, 2018

"রাজনৈতিক সৌজন্য"

"রাজনৈতিক সৌজন্য"
শব্দদুটির আছে ওজন
কেজি কেজি টন টন
তিন মাসের দিই নাই বেতন
উৎসব আসিয়াছে দ্বারে
"সৌজন্য" পাঠায়েছি আমি
৫০,০০o ঘরে
ঠিক কিনা?
ঠিক ঠিক - ঠিক ঠিক


শিক্ষা মন্ত্রী শোন
এই উৎসবে মন্ডপে প্রান্তরে
বিকিবে আমার বাণী
বাজিবে আমার গান
বল সবাকারে
আর বাকি যত পুস্তক বিপণী
"সৌজন্য" দেখায়ে তুমি
কর ছত্রখানি
এ আদেশ সকলের
মেনে চলা চাই
নহিলে "সৌজন্য" সহকারে
মহারাজ - মগজ ধোলাই!
ঠিক বলেছ বিদূষক
"মগজ ধোলাই"


রক্ষা মন্ত্রী শোন
আনিয়াছি আমি উপহার
যথাযোগ্য "সৌজন্য" সহকারে
যাও চলে পন্ডিতের দ্বার
উপযুক্ত রক্ষী দল সঙ্গে নেওয়া চাই
প্রতিবাদ দেখিলেই প্রহার করা চাই
মহারাজ "রাজনৈতিক সৌজন্য" সহকারে
হে হে ঠিক বলেছ বিদূষক
"রাজনৈতিক সৌজন্য" সহকারে!


মহারাজ যদি পুড়ায় পুতুল
হ্যাঁ দু চারটে পুতুল পোড়াক
অ্যাঁ পুতুল - কার?
অপরাধ নেবেন না মহারাজ -
আপনার
সে কি?
এত "রাজনৈতিক সৌজন্য" র পরে
এখনও এরা "পুতুল" পোড়ানোর সাহস ধরে?
নগর কোটাল শোন
তোমার বাহিনী নিয়ে
যাও মন্ত্রীর পিছে
যদি দেখ কেহ রহেছে দাঁড়ায়ে
দের করিও না মিছে
চুলের মুঠিটি ধরে দিও তারে পুরে
যন্তর মন্তর ঘরে
মহারাজ - "রাজনৈতিক সৌজন্য" সহকারে
ঠিক বলেছ বিদূষক


ওহে সভাকবি শোনাও তোমার বচন
শুন শুন সর্বজন
শুন দিয়া মন
হীরক রাজার বানী
করহ শ্রবণ
হীরক রাজ্যে যত কিছু হয়
"রাজনৈতিক সৌজন্য" সহ
জানিবে নিশ্চয়
হীরক রাজার লেখা
গান -কবিতা শুনি
অক্ষয় স্বর্গ লভিবে
জেনে রাখ ধনী
এ বচনের যদি কেহ
প্রতিবাদ করে
স্থান হইবে তাহার
যন্তর মন্তর ঘরে
"রাজনৈতিক সৌজন্য" সহকারে


আজিকার মত সভা ভঙ্গ হল
সবে মিলি তবে
হীরক রাজার জয় বল

No comments:

Post a Comment