11 March, 2017

যন্ত্রণা

কখনও দিক দিগন্ত জুড়ে
ছড়িয়ে থাকা এক আঁধার পথে
তোমার দ্রুতগামী
মোটর বাইকের আলো নিভেছে কি ?

যদি নিভে থাকে
তবে তুমি বুঝতে পারবে
যে মানুষ পৃথিবীকে দেখেছিল
নিজের দু চোখে
তার রূপ - রস গ্রহণ করেছিল
হারাল দৃষ্টি
তার বুকের যন্ত্রণা বুঝতে পারবে।

সে মানুষের সঙ্গী যারা
যারা ছিল তার পথ চলার শরিক
তাদের অব্যক্ত আর্তনাদ
শুনতে পারবে।

আমরা প্রতিজন
জানি সে আঁধার পথে চলতে হবে
তবে সময়ের আগে নয়।

সময়ের আগে যদি কাউকে
সে আঁধার পথে চলতে হয়
যদি নিভে যায় চোখের আলো
তাহলে অশ্রু ঝরে
যেমন আলো নিভে যাওয়া
দুরন্ত সেই মোটর বাইক
পথচ্যুত হয়!
এক যন্ত্রণায় এ লেখা

No comments:

Post a Comment