11 March, 2017

অপেক্ষা

একটি মানুষ যে সূর্যের আলো দেখেছিল
যে চাঁদের আলো গায়ে মেখেছিল
হঠাৎ দেখল অন্ধকার
ভাবল সে
আমি পথ হারা এক
পথিক হয়ে গেলাম।

বন্ধুরা তার
বলে বার বার
তুমি এক নতুন পথের পথিক
চোখের আলোতে দেখা যায় না
দেখা যায় না সে পথ !
আসলে সে পথ আলোয় ভরা
অন্ধকার থেকে নিঃসারিত আলো।
অবিশ্বাসে মাথা দোলায় সে মানুষ
জানি একদিন
সেই মানুষ ই অন্ধকারার শিকল ভেঙ্গে
অন্ধকারকে ধুলোয় মিটিয়ে দিয়ে
আলো আনবে।
পথে চলবে
আরও অনেক মানুষ
পথ হাঁটবে
সেই মানুষের দেখানো পথে।
সেই মানুষের দেখানো পথে
যে মানুষের জীবনে
জীবনের মধ্য গগনে
অন্ধকার এসেছিল নেমে
সেই মানুষ আগামী দিনে দেখাবে পথ।
পৃথিবী চলবে তার দেখানো পথে
আমরা থাকলাম অপেক্ষায়
থাকলাম আমরা অপেক্ষায়।

No comments:

Post a Comment