20 September, 2016

উরিতে ১৭ শহিদের স্মরণে

যুদ্ধ যুদ্ধ এ খেলায়
উলুখাগড়ার ই পরান যায়,
শহিদ শহিদ কদিন চেঁচায়
তারপরেতে ভুলেই যায়।

শহিদের মা কেঁদেই মরে
লাশটাকে সে জড়িয়ে ধরে,
দিনের শেষে রাত্রি এল
মায়ের রাতের শেষ না হল।

দেশপ্রেমের ওই ডঙ্কা বাজে
নতুন করে সৈন্য সাজে
বলতো যারাই ডঙ্কা বাজায়
তারাই কেন যুদ্ধে না যায় ?

যুদ্ধ যুদ্ধ এ খেলায়
উলু খাগড়ার ই প্রাণ কেন যায় ?
অমর শহিদ তোমায় প্রণাম
প্রশ্ন কিন্ত রেখেই গেলাম। শ্রীতোষ উরিতে ১৭ শহিদের স্মরণে ২০/০৯/২০১৬

No comments:

Post a Comment