09 June, 2015

ধর্ষণ


দূষণ ছড়িয়েছে এ পৃথিবীতে আজ
দূষণ এ বঙ্গে
নয় সে প্রকৃতির দূষণ
দূষণ আজ মন সঙ্গে
এ দূষণ মননের - এ দূষণ ভাবনার
এ দূষণ সময়কে হারায়
উলঙ্গ সভ্যতার অঙ্গে।।
এ দূষণ রামের শূদ্র হত্যার উত্তরাধিকার,
এ দূষণ শশাঙ্কের বিষ্ণু মন্দির ধ্বংসের উত্তরাধিকার
এ দূষণ কালা পাহাড়ি সভ্যতার উত্তরাধিকার
এ দূষণ প্রতিবাদী মানুষকে মুছে দেওয়ার উত্তরাধিকার !
এ দূষণে বামিয়ান বুদ্ধ নিহত হয়
এ দূষণে অ্যাজটেক সভ্যতা নিহত হয়েছিল
এ দূষণে মহেঞ্জদড়ো অথবা হরপ্পা নিষ্পেষিত হয়েছিল
এ দূষণে সভ্যতা হয় নিহত
তাই সে দূষণে নারীর ইজ্জতের দাম করে নিশ্চয়
এক নারী -
মা গো !
তোমার চেতনা সেই দূষণের ঐতিহ্য বাহী
যে দূষণ ইহুদী জাতি গোষ্ঠী আর
সোভিয়েত রাশিয়ান জন জাতিকে মুছে দিতে চেয়েছিল
পৃথিবী থেকে
হিটলারের সেই দর্শন তোমাদের কাছে
নতুন কিছু কি ?
রাম ও তো শূদ্র হত্যা করেছিল
যদি রাম জন্মভুমি ও রাম হয় সত্য
রাম ও তো অনার্য হত্যা করেছিল।
নতুন কিছু কি ?
তাই জানি শবর জন্ম নেয় যুগে যুগে
তার কণ্ঠে জাগে প্রতিবাদ
কলম হবে না স্তব্ধ কোন দিন
কলমেই লেখা আছে
বিপ্লবী ইতিহাস
কলমেই লেখা হয় মানুষের ইতিহাস। শ্রীতোষ ০৯/০৬/২০১৫

No comments:

Post a Comment