29 May, 2014

শপথ


আমরা
আছি – থাকব তোমাদের মাঝে।
আমরা কবিতায় বলতে চাই তোমাদের কথা
গান গাই তোমাদের সুরে
আমাদের নাটকে – গল্পে ধরা পড়ে
তোমাদের জীবনের কথা।

(তবু) আমরা পৌঁছাতে পারিনি আজ
তোমাদের কাছে – তোমাদের মাঝে
তোমরা যারা দূরে সরে আছ
মাঠে কাজ করা – কারখানায় ঘাম ঝরান
মানুষরা
সারা দিনের উদয়াস্ত খাটুনির পর
জোটে না পেট ভরা ভাত
অথবা বদ্ধ ঘরে টি ভি, তাস কিংবা
ক্যারম বোর্ডের টেবিলে সংহত জীবন।
তোমরাও মানুষ।
আমরা বলতে পারিনি তোমাদের কথা –
তাই তোমরা ঠেলে সরিয়ে দিয়েছ আমাদের।

আজ বলে যাই
আবার আসব ফিরে
নীল আকাশের নিচে সবুজ প্রান্তরে
বসবে মিলন মেলা।
বদ্ধ ঘরের দরজা ভেঙ্গে জানলা গুলোকে খুলে দিয়ে
আসবে তোমরা – আসবে চাষি মানুষ, মুটে মানুষ
মজুর মানুষ
আমরা আবার পৌঁছে যাব তোমাদের প্রাণে
শুনব তোমাদের গান – হাসব গাইব তোমাদের সুরে

শেষ নয় – আজকে শুরু যাত্রা আমাদের।

No comments:

Post a Comment