29 May, 2014

বাংলা ভাষা

নিজ মাতৃভূমে আমি পরবাসী আজ
গীতগোবিন্দ থেকে চর্যাপদ হয়ে
রূপ বদলেছি বারে বারে।
গ্রাম বাংলার তরুচ্ছায়া, 
দিগন্ত বিস্তৃত শ্যামলিমা আর
বহতা নদীর ধারায় পুষ্ট,
তবুও পরবাসী আমি।

খোলা মাঠের মত গ্রহণ করেছি –
আপন করেছি কত ভাষাকে,
আলাদা করে আর চিনতে পারিনে তাদের
এত উদার –
তাই আমার বুকে এত কষ্ট, এত জ্বালা।

তুমি – ছোট্ট তুমি
পড় – গান গাও – কবিতা বল
বিদেশী ভাষায় – এই বাংলায়
আমি কই ?
আমি আমার আমি কে পাইনে খুঁজে
এই বাংলায় –
সহজ শ্যামল এই বাংলায়

আজ ১৯ শে মে
তোমরা যদি আমার কথা শুনতে পাও
তবে শোন তোমার মায়ের ভাষা
চোখের জলে ডাক দিয়ে যায়
“তোমরা আমায় ভুলো না
মধু কবির কথা রেখো মনে

তোমরা আমায় ভুলো না”

No comments:

Post a Comment