‘মিথ্যে কথা বলে বাবাকে ম্যানহোলে নামিয়েছিলেন’! আলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ মৃতের ছেলের
HEAD LINE পড়ে কি মনে হবে?
সিপিএম এর আলিমুদ্দিন
০ পাওয়া আলিমুদ্দিন
কারো বাবাকে জোর করে ম্যান হোলে নামিয়েছে
ছেলে তাই কাঁদছে।
এরপর আসুন মূল খবরে-
সে খবরে লেখা আছে
"ম্যানহোলের গভীরতা ১০ ফুটেরও বেশি। কিন্তু সাফাইকর্মীদের বলা হয়েছিল, মেরেকেটে ৬-৭ ফুট! ভিতরে যে বিষাক্ত গ্যাস থাকতে পারে, সে কথাও স্পষ্ট ভাবে জানানো হয়নি। ‘মিথ্যে’ কথা বলে, তথ্য গোপন করে ফরজেম শেখকে ম্যানহোলে নামতে বলেছিলেন ধৃত ঠিকাদার আলিমুদ্দিন শেখ। এমনটাই দাবি করলেন বানতলার চর্মনগরীর ম্যানহোলে নেমে মৃত ফরজেমের ছেলে জাহাঙ্গির শেখ। "
আলিমুদ্দিন আর আলিমুদ্দিন শেখ এক হয়ে গেল
বাজারি কাগজের সুন্দর হেড পিসে।
"এমন টি তো হয়ে ই থাকে"
সেটাই ছড়িয়ে গেল গোটা দুনিয়ায়
নারায়ণ সান্যাল পর্যন্ত লিখে ফেললেন
একটি বই
বলা হল না শেষ শব্দ গুলো
"পুলিশ তার নিজের কাজ করছে"
আবার হয়তো এক উপন্যাস লেখা হবে
শূন্য পাওয়া আলিমুদ্দিন কি করে মানুষ কে ম্যান হোলে নামায়
আরও একটা বিষয় কিন্তু মিলে গেল
বানতলা
হয়তো এবার অনিতা দেওয়ানের সাথে কোন সম্পর্ক খুঁজে পাবে
হবে এক গবেষণা
হেড লাইন এখন ও শূন্য কে বড় ভয় পায়
(ভালো কথা লেখাটা কিন্তু উড়িয়ে দিলেও থাকবে মিস্টার জুকু /মেটা আব্বা / ক্ম্যুনিটি ভগবান)
শ্রীতোষ ০৩/০২/২০২৫
03 February, 2025
বাজারি খবর
21 January, 2025
সব কিছুর মুল্য আছে
একটা সময় বড় কষ্ট পেতাম
নতুন জীবন আনতে পারি নি
উত্তরাধিকার দিয়ে যেতে পারব না।
আবার বলছি
আমাকে নিজের ধর্ষিতা সন্তানের
শবদেহের জন্য
আদালতের রায়ে
ক্ষতিপূরণ নিতে হবে না
অথবা ক্ষতিপূরণ ছেড়েও দিতে হবে না।
আবার আমার কোন সন্তান বিচারক ও হবে না।
যারা ক্ষতি পূর্ণ করার আদেশ দিচ্ছে
তারা কি ভাবছে?
আঃ মানে ১০০০ টাকা
উঃ মানে ৫০০০
একটা কামড়ে দেওয়ার মুল্য
১০০ / ২০০ / ৩০০
যখন হাতটা মুচড়ে ধরল তার দাম
৫০০ / ৭০০
জামা ছেঁড়ার দাম ২৫ / ৫০ টাকা
ধর্ষণের প্রতি মিনিটের দাম
১০,০০০ / ১৫,০০০
যখন শরীরটা ছট ফট্ করছে
মৃত্যু যন্ত্রণায়
আদালতের বিচারে তার দাম হয়তো
২,০০,০০০/-
এই ভাবেই হয়তো
আদালত ক্ষতি পূর্ণ করতে চাইছে।
আদালত এবং একটি মেয়ে।
বাঁচুক চোখ বন্ধ করা ন্যায় দেবী।
শ্রীতোষ বলছে ন্যায় দেবী ও একজন মহিলা
তার দাম
ন্যায়ালয় বলে দিয়েছে।
বলে দিয়েছে ২০/০১/২০২৫ তারিখে।
২১/০১/২০২৫
13 January, 2025
EXCLUSIVELY COLLECTED
যদি দাদা – মিডিয়া না থাকত তবে আমার
বয়স কি জানত লোকে
তাই তো বলি সত্য বললে
সবাই কেন হেসে ওঠে
অশ্বত্থামা ইতি গজ
ঠিক বলি নি ?
তাতে কি যুদ্ধে হেরেছিল
পাণ্ডবরা ওই কুরুক্ষেত্র লোকে?
তবে কেন
১০ বছরেই দশ ক্লাস পাশ করলেই
আমায় নিয়ে কথা ওঠে
কত জ্বালায় জ্বলে মরি
তাই তো একটু সত্য বলি
তবে কেন সত্য বললেই
তোতাপাখি নয় রে যারা
তারা কেন হেসে ওঠে ?
তবু কেন সততার প্রতীক
আর লেখে না দলের লোকে?
EXCLUSIVELY COLLECTED
07 January, 2025
নিরক্ত করবী
নিরক্ত করবী ওরা
ওই দুটো মানুষ
হয়তো বা ৫ টাকার ডিম ভাত খেয়ে ওরা
ঘুমিয়ে পড়েছে
জন কল্যাণ কামী রাষ্ট্রের উন্নয়নের টাকায় দেওয়া
ঘর বাড়ি ছেড়ে।
ওরা এই ভাবেই ঘুমিয়ে পড়ে
কখনও হয়তো ঘুম ভাঙে
পেটে খিদে নিয়ে নয়
কারণ দিনের বেলায় তো ৫ টাকার ডিম ভাত
খাওয়া হয়েই গেছে।
ওঁদের ঘুম ভাঙ্গে এমনি এমনি।
ওদের নিয়ে কোন প্রতিবাদী নাট্যদল নাটক করে কি?
ওরা দেখে ওদের মত দেখতে কিছু মানুষ
ভীষণ ব্যস্ততায় পথ চলে।
ওরা এই রকম ভাবে শুয়ে থাকে
কখনো জাগে কখনো ঘুমায়
সারা দিনে ৫ টাকার ডিম ভাত খেয়ে।
ভীষণ ব্যস্ততায় মানুষ পথ চলে।
ওরা যেখানে শুয়ে থাকে তার পাশে
নতুন করে ধর্মস্থান গড়ে ওঠে।
তার পর
কারো চিতা জ্বলে কারো খোঁড়া হয় কবর।
যারা জ্বালায় চিতা - যারা খোঁড়ে কবর
তারা নরম গদিতে আরামে ঘুমায়।
শ্রীতোষ.০৭/০১/২০২৫
28 December, 2024
বিস্ময়
প্রাইম টিভি তে একটুস খানি সিংহম এগেন এর শেষ দিক দেখছিলাম
আর জি কর কাণ্ডে রাজ্য পুলিশ এবং সি বি আই তদন্তের অসাধারণ মিল খুঁজে পেলাম - মিল খুঁজে পেলাম সারদা এবং নারদা কেসের সিবি আই তদন্তের ও। মিল খুঁজে পেলাম দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া _____
এতখানি নীরব থেকে এত সৎ হওয়া যায়
দেখিয়া মানুষের লাগে বিপুল বিস্ময়
25 December, 2024
শব্দহীনতা
SOCIAL MEDIA অর্থাৎ কিনা সামাজিক মাধ্যম।
এই সামাজিক মাধ্যমে মানুষ (মান এবং হুঁশ থাকা মানুষ) নিজের মনের ভাব প্রকাশ করে।
সত্যিই কি তাই - সত্যিই কি প্রতিটি মানুষ (মান এবং হুঁশ থাকা মানুষ) নিজের মনের ভাব প্রকাশ করতে পারে?
সত্যিই কি তার স্বাধীনতা আছে?
প্রতিটি ক্ষেত্রে-
অতীতের থেকে শিক্ষা নিয়ে
বর্তমানে দাঁড়িয়ে
ভবিষৎ গড়ে তোলা।
আছে কি বর্তমান সমাজে সেই স্বাধীনতা?
আমি তো দেখছি স্বাধীনতার উচ্চকিত আওয়াজে
শব্দহীনতা
Subscribe to:
Posts (Atom)